× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাঁচামাল আমদানিতে ডিউটি ফ্রি সুবিধা” বিষয়ে কর্মশালা

২৭ অক্টোবর ২০২৫, ২১:০৬ পিএম

সরকারের নতুন নীতিমালা ‘বন্ড লাইসেন্স ছাড়াই কাঁচামাল আমদানিতে ডিউটি ফ্রি সুবিধা’–এর সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজধানীতে এক বিশেষ কর্মশালার আয়োজন করেছে কর্পোরেট একাডেমি।

গত ১৭ই অক্টোবর  রাজধানীর লায়ন হুমায়ুন জহির অডিটরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন ১৩০ জন শিল্প উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রফেশনাল। কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কাস্টমস মডার্নাইজেশন) জনাব তারিক হাসান। তিনি সরকারের সাম্প্রতিক ব্যবসাবান্ধব নীতিমালা, বন্ড ছাড়াই কাঁচামাল আমদানির অনুমতি, কর-শুল্ক সুবিধা এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াসমূহ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব আরিফুর রহমান। তিনি বলেন, “বর্তমান সরকারের এই উদ্যোগ শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ব্যবসায়ীরা যাতে নতুন নীতির সুবিধা সঠিকভাবে বুঝে তা কাজে লাগাতে পারেন, সেই লক্ষ্যেই কর্পোরেট একাডেমিকে এ ধরনের কর্মশালা আয়োজন করছে।”

সেশনে অংশগ্রহণকারীরা নতুন নীতিমালার কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, এবং কর প্রশাসনের সঙ্গে যোগাযোগের পদ্ধতি সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেন।

অনেক উদ্যোক্তা জানান, এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করছে, যা সরকারের শিল্পোন্নয়ন প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে। কর্মশালার শেষে উপস্থিত প্রফেশনালরা এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য কর্পোরেট একাডেমিকে ধন্যবাদ জানান এবং নতুন শিল্পবান্ধব নীতিমালা প্রণয়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।- বিজ্ঞপ্তি 





Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.