ভ্রমণপ্রেমীদের বেড়ানোকে আরও আনন্দময় ও সাশ্রয়ী করতে এবার বিমান, বাস টিকেট ও হোটেল বুকিংয়ে প্রতি মাসে বিকাশ-এ সর্বোচ্চ পেমেন্টকারী পাচ্ছেন নেপাল বা মালদ্বীপ ভ্রমণের সুযোগ।
২য় ও ৩য় সর্বোচ্চ পেমেন্টকারী যথাক্রমে জিতে নিচ্ছেন কক্সবাজার ট্যুর ও লাক্সারি হোটেলে স্টেকেশনের সুযোগ। এ ছাড়াও ভ্রমণকারীরা বিকাশ পেমেন্টে পাচ্ছেন চার হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও কুপন অফার।
ভ্রমণসেবায় ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে বিকাশ’র সাথে শেয়ারট্রিপ, এমি ট্রাভেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যৌথভাবে এই পুরস্কারগুলো নিয়ে এসেছে। সর্বোচ্চ বিকাশ পেমেন্টের ভিত্তিতে অফার চলাকালীন প্রতি মাসে তিনজন করে চার মাসে মোট ১২ জন এই পুরস্কারগুলো জিতে নেবেন।
ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১ অক্টোবরে এবং চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে - https://tinyurl.com/mr2xjhu9।
যেসব ভ্রমণ বুকিংয়ে অফারগুলো পাওয়া যাচ্ছে –
অনলাইন ট্রাভেল এজেন্সি: বেড়াতে বের হওয়ার আগেই হোটেল বা যাতায়াত টিকেট কনফার্ম করতে অনলাইন ট্রাভেল এজেন্সির উপর ভরসা রাখেন অসংখ্য ভ্রমণপ্রেমী। শেয়ারট্রিপ, এমি ট্রাভেল, গোযায়ান, ফার্স্টট্রিপসহ নির্দিষ্ট অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোতে বুকিংয়ের সময় ন্যূনতম ৩৫ হাজার টাকা বা তার বেশি বিকাশ পেমেন্ট করলে এক হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহক। অফারটি দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার উপভোগ করা যাবে। বিকাশ অ্যাপ এর পাশপাশি পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্টে করেও ক্যাশব্যাক নিতে পারবেন গ্রাহক।
ট্রাভেল এজেন্সি: পাশাপাশি, এস এস ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ফরচুন ট্রাভেলস লিমিটেড, ভ্রমণতো, নেভিগেটর ট্যুরিজম, গো প্লেন সহ নির্দিষ্ট কিছু ট্রাভেল এজেন্ট থেকে বুকিং দিতে ‘T3’ কোড যোগ করে ন্যূনতম ৫,০০০ টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ২শ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন ২ বারে ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহক।
হোটেল বুকিং ও সার্ভিস: বিকাশ পেমেন্টে দেশজুড়ে ছোট বা বড় হোটেল বুকিংয়ের সেবা বেশ জনপ্রিয়। সায়মান বিচ রিসোর্ট, সাইরু হিল রিসোর্ট, সি-গাল রিসোর্ট, মম ইন, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ সহ নির্দিষ্ট হোটেল বুকিং এর ক্ষেত্রে ন্যূনতম ১০ হাজার টাকা বা তার বেশি বিকাশ পেমেন্ট করলে মিলছে ৩শ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মাসে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৫ বারে ১৫শ টাকা পর্যন্ত ক্যাশব্যক পাওয়া যাবে।
এদিকে ছুটি রিসোর্ট, ব্র্যাক সিডিএম সাভার, নাজ গার্ডেন, নাজিমগড় রিসোর্টসহ নির্দিষ্ট হোটেল ও রিসোর্টে রুম বুকিংয়ে বিকাশ পেমেন্টের সময় ‘T4’ কোড যোগ করে ন্যূনতম ৫ হাজার টাকা পেমেন্ট করলেই পাওয়া যাবে ১শ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন ৩ বারে ৩শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।
কেবল ঢাকার বাইরে ঘুরতে যাওয়া নয় ঢাকার ভেতরেও ঘোরাঘুরিতে ডিসকাউন্ট মিলছে বিকাশ পেমেন্টে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, শেরাটন ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও সহ নির্দিষ্ট হোটেলে যেকোনো সার্ভিস নিয়ে কুপন কোড ‘S1’ যোগ করে ন্যূনতম দুই হাজার টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ২০শ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালীন ৫ বারে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
বিমান টিকেট বুকিং: সরাসরি বিমান সেবা প্রতিষ্ঠানগুলো থেকে বিকাশ পেমেন্ট টিকেট কিনে ডিসকাউন্ট নিতে পারছেন গ্রাহক। বিমান বাংলাদেশ, নভোএয়ার, ইউএস বাংলা, এয়ার অ্যাস্ট্রা বিমানের টিকেট বুকিংয়ে ‘T1’ কোড যোগ করে ন্যূনতম ৫ হাজার টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ২শ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালীন ২ বারে ৪শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
বাস টিকেট বুকিং: সাশ্রয়ী মূল্য এবং সহজলভ্যতার কারণে ভ্রমণের জন্য অন্যতম জনপ্রিয় এবং পছন্দসই বাহন বাস। বাসে ভ্রমণের সময় বিকাশ পেমেন্টে ডিসকাউন্টও পাচ্ছেন গ্রাহক। শ্যামলী পরিবহনে টিকেট কিনতে ‘T6’ কোড দিয়ে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বারে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।
এছাড়া ইম্পেরিয়াল এক্সপ্রেস ও সেবা গ্রিন লাইন পরিবহনে টিকেট কিনতে ‘T5’ কোড দিয়ে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ৫০ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বারে ১শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।
অ্যামিউজমেন্ট পার্ক টিকেট: ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড ও ফয়েজ লেক বেজক্যাম্প এ টিকেট কিনতে ‘T2’ কোড দিয়ে ন্যূনতম ৫শ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ১শ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুই বারে ২শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।
এয়ারপোর্ট লাউঞ্জ: ভ্রমণে যাওয়ার আনন্দ আরও বাড়াতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন বিকাশ গ্রাহকরা, সাথে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। লাউঞ্জ ব্যবহার করে চার হাজার ৮০০ টাকার বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন দুই হাজার ৪০০ টাকা ক্যাশব্যাক। অফারটি ১ বারই উপভোগ করা যাবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
