. শোক প্রকাশ
ইস্টার্ন ইউনিভার্সিটি গভীর শোকের সঙ্গে আনান্দে যে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার মাহমুদ আজ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর দীর্ঘদিন ব্রেন ক্যান্সারে আক্রান্ত থেকে ইন্তেকাল করেছেন। ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মো. ইফতেখার মাহমুদ ২০০৫ সালে ইস্টার্ন ইউনিভার্সিটিতে তাঁর শিক্ষকতা জীবন শুরু করেন এবং প্রায় দুই দশক ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি একাডেমিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেদেন, যার মধ্যে সেন্টার ফর সোশ্যাল ইনোভেশন অ্যান্ড আউটরিচ (CSIO)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করা উল্লেখযোগ্য।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (২০০৩) এবং এলএল.এম (২০০৪) ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয়বস্তু দিল লিগ্যাল এডুকেশন, বাংলাদেশের সংবিধান আইন, গভর্ন্যান্স এবং আন্তর্জাতিক সংস্থার আইন।
একজন অনুপ্রেরণাদায়ী শিক্ষক হিসেবে তিনি দ্বাত্রদ্বাত্রীদের মধ্যে আইনের গভীর অনুধাবন ও নৈতিক চেতনা আগিয়ে তুলতে নিরলস কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে:
Answerability of International Organizations (ELCOP Journal of Human Rights, ২০২৩) Legal Education in the Time of COVID-19 and the 4th Industrial Revolution (BILIA, ২০২২)
Dhaka's Motorcycle Ride Typifies international Organizations' Escape from
Responsibility (Lex & Juris Publication, Nepal, ২০২১)
তার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর , দুপুরে ধানমন্ডির মসজিদ আত তাকওয়ায় অনুষ্ঠিত হয়েছে।
ইস্টার্ন ইউনিভানিটি পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তন্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আল্লাহ তায়ালা যেন মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করেন- এ প্রার্থনা করছি।