× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৃষক থেকে আনা সবজি বাজার থেকে কমে স্বপ্নে

৩০ অক্টোবর ২০২৫, ১৭:৩১ পিএম

কৃষক থেকে ভোক্তাপর্যায়ে সবজি আসার পথে নানান কারণে ক্রেতাদের চড়া দামে কিনতে হয়। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ সিদ্ধান্ত নিয়েছে, সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে তা সুলভ মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করার।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে যে মানিকগঞ্জ, বগুড়া-সহ বেশ কয়েকটি এলাকার কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনছে স্বপ্ন। উদাহরণস্বরূপ– ২৯ ও ৩০ অক্টোবর ‘স্বপ্ন’-এর আউটলেটে গ্রাহকরা মাত্র ২৯ টাকায় পটল পাবেন, যেখানে খোলা বাজারে এক কেজি পটলের দাম ৬০–৮০ টাকা।

স্বপ্ন মূল্যে স্বপ্নের সবজি সুলভ মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি হচ্ছে। লাউ ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা, শিম ৬০ টাকা, ঢেঁড়স ৫৫ টাকা, করলা ৫৫ টাকাসহ বেশ কয়েকটি সবজি খোলা বাজারের চেয়ে অনেক কম দামে ক্রেতাদের জন্য সুলভ মূল্যে স্বপ্ন আউটলেটে বিক্রি হচ্ছে।

স্টক থাকা সাপেক্ষে স্বপ্ন ঢাকা, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জোনের আউটলেটে এই অফার প্রযোজ্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.