জার্মানির রাজধানী বার্লিনে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৭ অক্টোবর ২০২৫ সোমবার বিকাল ৪ টায় বার্লিনের স্থানীয় একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জার্মান শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে জার্মান বিএনপিসহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জার্মান যুবদলের পক্ষে সভাপতিত্ব করেন জার্মান যুব নেতা আব্দুল হান্নান রুহেল ও পরিচালনা করেন সদ্য সাবেক বার্লিন যুবদল সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য সাবেক বিএনপির সাধারণ সম্পাদক গনি সরকার । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সদ্য সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
১. জসিম সিকদার (সদ্য সাবেক বিএনপি সভাপতি )
2. আব্দুর রৌফ মাস্টার (সাবেক বিএনপি সভাপতি )
3. আবু হানিফ
4. গিয়াস উদ্দিন
5. মোসলেম উদ্দীন (সাবেক যুবদল সভাপতি )
6. সাইদুর রহমান সাইদ
7. আনহার মীঞা (সাবেক যুববিষয়ক সম্পাদক )
8. সাইদুর রহমান
9. মাহবুবর রহমান
10. বাবলী ভাই সহ আরো অনেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জার্মানের শাখা পক্ষ থেকে বক্তব্য রাখেন:
১. আবু তাহের
২. একরাম হোসেন
৩. সোহাগ আলী
৪. মোঃ আরিফুর রহমান
৫. সাহিন আফিন্দী
৬. তারেক রহমান
৭. লিটন প্রীন্স
৮. এম মোরসেদ খান
৯. মোকিত আহমেদ ফাহিম
10. হাসিব উদ্দিন
11. মোঃ মোমিন সহ আরো অনেক।
স্বেচ্ছাসেবক দলের জার্মান পূর্ব শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন।
1. মোঃ সোয়েব আহমেদ আহ্বায়ক
2. শফিকুল ইসলাম সাগর
3. রফিকুল ইসলাম রাফি
4. জাকের হোসেন
5. সাগর আহমেদ
6. নাইম উদ্দিন বাহার সহ আরো অনেকে।