× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজারে এলো ব্র্যান্ড নিউ প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ডিপল এস-০৫ (S05)

০৮ নভেম্বর ২০২৫, ১৭:৫১ পিএম

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সম্পূর্ণ নতুন প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ‘ডিপল এস-০৫ (Deepal S05)’। ডিপল তাদের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ডিএইচএস অটোস-এর মাধ্যমে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এই নতুন মডেলটি। ফিউচারিস্টিক ডিজাইন, প্রিমিয়াম ইন্টেরিওর ও স্মার্ট ফিচারস যুক্ত গাড়িটি বাংলাদেশের ইভি মার্কেটে ব্যাপক সাড়া ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আজ (৮ নভেম্বর) ডিপল বাংলাদেশ-এর শোরুমে গাড়ির লঞ্চিং ইভেন্ট আয়োজন করা হয়।

গাড়িতে পিএইচইভি (৪ সিলিন্ডার, ১৬ ভাল্ভ ভিভিটি) ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এর ইলেকট্রিক মোটর সর্বোচ্চ ১৬০/২১৮ এইচপি পাওয়ার ও ৩২০ এন-এম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে ২৭.২৮ কেডব্লিউএইচ ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এবং ফুল চার্জ ও ফুল ট্যাংকে গাড়িটি ১,২৩৪ কি.মি. চলবে।

ডিপল এস-০৫ (S05) এর ইন্টেলিজেন্ট নয়েজ-ফ্রি কেবিনে বিভিন্ন স্মার্ট টেকনোলজি যুক্ত করা হয়েছে। অ্যাডভান্সড ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস), রিমোট স্ট্রেইট ইন অ্যান্ড আউট, ৫৪০° ক্যামেরা ভিউসহ বিভিন্ন সেফটি ও কন্ট্রোল টেকনোলজি রয়েছে যা চালক ও যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করবে।

গাড়ির ইন্টেরিওরে সিন্থেটিক লেদার সিটস, মাল্টিফাংশন স্টেয়ারিং হুইল, ফ্রন্ট প্যাসেঞ্জার গ্র্যাভিটি সিট ছাড়াও ১৫.৪ ইঞ্চি টাচস্ক্রিন সানফ্লাওয়ার ডিসপ্লে, ১৪-স্পিকার সাউন্ড সিস্টেম, রেয়ার এসি ভেন্ট ইত্যাদি ফিচারস যুক্ত করা হয়েছে। আরও আছে ইলেকট্রিক সানশেডের সাথে প্যানারমিক গ্লাসরুফ, যা গাড়ির লুককে আরও প্রিমিয়াম করে তুলেছে। ডিপল এস-০৫ (S05) ‘মুনলাইট হোয়াইট’, ‘ডিপ স্পেস ব্ল্যাক’, ‘অ্যান্ড্রোমেডা ব্লু’, ‘মারকিউরি সিলভার’ এবং ‘গ্যানিমিড গ্রে’ এই পাঁচটি রঙে বাজারে পাওয়া যাবে।  

ঢাকা ও চট্টগ্রামের ক্রেতারা ডিপল এস-০৫ (S05) সরাসরি দেখতে ও কিনতে পারবেন। ডিএইচএস অটোস ইতোমধ্যেই দেশব্যাপি ২২টি স্থানে ইভি চার্জিং নেটওয়ার্ক স্থাপন করেছে। ক্রেতারা গাড়ি কেনার সময় হোম চার্জার ইনস্টলেশন সুবিধা ফ্রি-তে পাবেন, যা তাদের গাড়ি চার্জ করাকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে। এছাড়া, গাড়ি কিনলে ৫ বছরের ওয়ারেন্টি (শর্তসাপেক্ষে) ও তিন বছরের ফ্রি সার্ভিস সুবিধা এবং গাড়ির ইভি মোটর ও ব্যাটারিতে ৮ বছরের ওয়ারেন্টি থাকবে।

লঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিলেন চাঙ্গান-এর সাউথ-ইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট (ডিজাইন) গুয়ান জিন; চাঙ্গান-এর সাউথ-ইস্ট এশিয়ার সেলস ম্যানেজার ডু কাইজিয়ান; ডিএইচএস অটোস লিমিটেড -এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ; চিফ অপারেটিং অফিসার শিহাব আহমেদ; এবং হেড অফ সেলস আলফাত হোসেন খান; প্রমুখ।

সেসময় ডিএইচএস অটোস-এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, “ডিপল এস-০৫ (S05) বাংলাদেশের ইভি মার্কেটে ব্যাপক সাড়া ফেলবে বলে আমারা আশাবাদী। দেশের প্রযুক্তি-প্রেমী ক্রেতারা এই গাড়িতে উন্নত প্রযুক্তি, পারফর্ম্যান্স ও প্রিমিয়াম অনুভূতির এক নিখুঁত সংমিশ্রণ পাবেন, যা গাড়ি চালানো বা যাত্রাকালে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে।”

চাঙ্গান-এর সাউথ-ইস্ট এশিয়ার সেলস ম্যানেজার ডু কাইজিয়ান বলে, “ডিপল এস-০৫ (S05) এর মাধ্যমে বাংলাদেশের ইভি মার্কেটে চাঙ্গান-এর অবস্থান আরও সুদৃঢ় হবে। আমরা সাশ্রয়ী দামে গাড়িটি বাজারে আনছি, গাড়ির কোয়ালিটি, পারফর্ম্যান্স ও ডিজাইন নিয়ে কোন প্রকার আপোষ না করেই। রেজিস্ট্রেশন ব্যতীত মাত্র ৫২ লক্ষ টাকায় ক্রেতারা ডিপল এস-০৫ (S05) যেকোন রঙে কিনতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.