বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার ৫ নভেম্বর ২০২৫, বুধবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (এফএসআইবি)-এর প্রশাসক হিসেবে যোগদান করেছেন। মুহম্মদ বদিউজ্জামান দিদার ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের একাধিক গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেন, যার মধ্যে রয়েছে―ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্ট, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এবং কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।
অভিজ্ঞ এই কেন্দ্রীয় ব্যাংকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে ব্যাংক ম্যানেজমেন্টে মাস্টার্স (এমবিএম) সম্পন্ন করেন। পাশাপাশি তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ডিএআইবিবি ডিপ্লোমা অর্জন করেন। কেন্দ্রীয় ব্যাংকে তার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে তিনি ট্রেজারি ম্যানেজমেন্ট ও পেমেন্ট সিস্টেমস বিষয়ে গভীর জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিভিন্ন আন্তর্জাতিক সভা, সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেন এবং দেশের ব্যাংকিং খাতের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন। এর আগে তিনি নগদ-এর প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এফএসআইবিতে প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর জনাব দিদার ব্যাংকের নিরবচ্ছিন্ন সেবা ও সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি ব্যাংকটি সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও সরকারের লক্ষ্যসমূহ অর্জন করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি ও তার প্রশাসক টিম এবং এফএসআইবির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই ব্যাংকের স্বাভাবিক কর্মকান্ড চলমান রাখার পাশাপাশি গ্রাহক, স্টেকহোল্ডার ও এমপ্লয়ীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জনাব দিদার ব্যাংকের সকল গ্রাহককে নির্ভয়ে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান এবং এই ব্যাংকে তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকার নিশ্চয়তা প্রদান করেন।