জনপ্রিয় শরবত, রুহ্ আফজা’র ৫ ও ৩ লিটার দুটি ফ্যামিলি প্যাক লঞ্চিং হয়েছে। ৯ ই নভেম্বর ২০২৫, সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ে পণ্য দুটি’র মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে হামদর্দ। এর মাধ্যমে দেশের সব মানুষের কাছে প্রতিষ্ঠানের সেবা পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য।
হামদর্দের সিনিয়র পরিচালক বিপণন, পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, সময়ের চাহিদার আলোকেই শরবত রুহ্ আফজা’র ৫ ও ৩ লিটারের দুটি ফ্যামিলি প্যাক বাজারজাত করা হয়েছে। এর ফলে গ্রাহকরা বিশেষভাবে উপকৃত হবেন।
লঞ্চিং অনুষ্ঠানে হামদর্দের পরিচালকবৃন্দসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।