বাংলাদেশে চেরি গাড়ির একমাত্র ডিস্ট্রিবিউটর এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড সম্প্রতি উদ্বোধন করেছে চেরি টিগো ৯প্রো পিএইচইভি। এর মাধ্যমে দেশের প্রিমিয়াম প্লাগ-ইন হাইব্রিড এসইউভি বাজারে গাড়িটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। চেরির এই ফ্ল্যাগশিপ মডেলে আভিজাত্য, শক্তিশালী পারফরমেন্স এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। তেজগাঁও শিল্প এলাকায় চেরির অফিসিয়াল শোরুমে গাড়ির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান, পরিচালক দেওয়ান সাঈদুর রহমান এবং চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু মাহমুদ নাসের সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের মূল বক্তব্যে দেওয়ান সাজেদুর রহমান বলেন, “বাংলাদেশে উন্নত হাইব্রিড প্রযুক্তি আনার মাধ্যমে আমরা পরিবেশ সচেতন গ্রাহকদের জন্য নতুন সমাধান নিয়ে এসেছি। টিগো ৯প্রো পিএইচইভি এমন একটি গাড়ি যার মাধ্যমে বিলাসিতা ও পারফরমেন্স বজায় রেখেও কার্বন নিঃসরণ কমানো সম্ভব। আমরা বিশ্বাস করি, এই গাড়ি বাংলাদেশের প্রিমিয়াম এসইউভি বাজারে নতুন মানদণ্ড তৈরি করবে।” টিগো ৯প্রো পিএইচইভি-তে রয়েছে ৩৭৫ কিলোওয়াট (৫০২ বিএইচপি) ক্ষমতা ও ৭৫০ এনএম টর্ক। এটি ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছায় মাত্র ৫.৭ সেকেন্ডে। গাড়িটির মোট সিস্টেম রেঞ্জ ১,৩৮০ কিলোমিটার।
এটি ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, প্লাগ-ইন হাইব্রিড এডব্লিউডি প্রযুক্তি এবং ৮-স্পিড এইসিন ডেডিকেটেড হাইব্রিড ট্রান্সমিশন (৩ডিএইচটি) সমন্বয়ে তৈরি। গাড়িটির কেবিনে আছে ১৫.৬ ইঞ্চি ২.৫কে এইচডি স্ক্রিন, সনি ১৪-স্পিকার হাই-ফিডেলিটি সারাউন্ড সাউন্ড সিস্টেম এবং নাপা লেদারের ৭টি সিট।
বাড়তি আরামের জন্য এর মধ্যে রয়েছে ম্যাসাজ ফাংশনসহ সিট ঠান্ডা ও গরম করার সুবিধা, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, স্লাইডিং প্যানোরামিক রুফ এবং হিটেড স্টিয়ারিং হুইল।
নিরাপত্তার দিক থেকেও গাড়িটি উন্নত। এতে রয়েছে এএনসিএপি অনুমোদিত শক্তিশালী চেসিস ও ৮৫ শতাংশ হাই-স্ট্রেংথ স্টিল, একাধিক এয়ারব্যাগ, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপারচার ওয়ার্নিং, ব্লাইন্ড স্পট ডিটেকশন, ৫৪০-ডিগ্রি প্যানোরামিক ক্যামেরা ও ট্রান্সপারেন্ট অফ-রোড ভিউ প্রযুক্তি।
গাড়িটির বাহ্যিক নকশায় আছে আপগ্রেড করা টিগো পরিবারের ডিজাইন, যা তৈরি হয়েছে ‘গোল্ডেন রেশিও’ অনুপাতে। এর দৈর্ঘ্য ৪,৮১০ মিমি, প্রস্থ ১,৯২৫ মিমি এবং উচ্চতা ১,৭৪১ মিমি। ২০ ইঞ্চি পলিশড অ্যালয় হুইল ও টাইগার-আই প্যাটার্ন গ্রিল গাড়িটিকে দিয়েছে আলাদা মাত্রা। প্রতিটি গাড়ির সাথে থাকছে বিনামূল্যে ২২ কিলোওয়াট হোম ফাস্ট চার্জার, যাতে ঘরে সহজেই চার্জ দেওয়া যায়।
উন্নত প্রযুক্তি, বিলাসবহুল ফিচার ও পরিবেশবান্ধব পারফরমেন্সের সমন্বয়ে তৈরি চেরি টিগো ৯ প্রো পিএইচইভি এমন সব পরিবার ও পেশাজীবীদের জন্য, যারা একইসাথে আরাম, স্টাইল ও পরিবেশ-বান্ধব টেকসই চলাচলে প্রাধান্য দেন। গাড়িটির সাথে থাকছে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়্যারেন্টি (শর্ত প্রযোজ্য) এবং বাই ব্যাক সুবিধা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
