× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজিআইসি ফুটবল টুর্নামেন্ট

০৯ নভেম্বর ২০২৫, ১৭:৪৩ পিএম । আপডেটঃ ০৯ নভেম্বর ২০২৫, ১৮:০৩ পিএম

বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি)-এর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হলো সম্প্রতি। রাজধানীর আফতাবনগর কিক অফিসিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে ক্লেইমস অ্যান্ড রি-ইনসিওরেন্স এবং রানার-আপ হয়েছে এইচআর বিভাগ। বিজিআইসি’র বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত চারটি দল উক্ত ফুটবল খেলায় অংশ গ্রহণ করে । সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এই টুর্নামেন্ট চলে।

খেলার মাঠে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজিআইসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (টেকনিক্যাল) মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ। টুর্নামেন্টের ধারাভাষ্যে ছিলেন এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম এবং অবলিখন বিভাগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হাসান মাহমুদ রিয়াদ।

কোম্পানীর প্রধান কার্যালয়ে চ্যাম্পিয়ান ক্লেইমস অ্যান্ড রি-ইনসিওরেন্স এবং রানার-আপ এইচআর বিভাগের দলীয় অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী। পুরস্কার বিতরণের সময় তিনি বলেন, এই খেলার মাধ্যমে বিজিআইসি’র ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। 

পুরস্কার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ইমরান রউফ, চৌধুরী মোঃ আবু সাঈদ, মোঃ নজরুল ইসলাম, রাশিদা বানু, সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, মোঃ মানিক মিয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব সাইফুদ্দিন আহমেদ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.