নৈপুণ্যের ধারা অব্যাহত রেখে ২০২৫ সালের প্রথম নয় মাসেও ব্র্যাক ব্যাংক উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে। ব্যাংকটির সম্পদ ২৬% এবং আয় ৪১% বৃদ্ধি পাওয়ায় লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। শক্তিশালী আর্থিক ভিতের ওপর ভর করে ব্র্যাক ব্যাংক চলতি বছরের প্রথম নয় মাসে সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফায় (এনপিএটি) ৫২% প্রবৃদ্ধি অর্জন করেছে। এই তথ্যগুলো ব্যাংকটির সমন্বিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১,৫৩৬ কোটি টাকা, যা ২০২৪ সালের একই সময়ে অর্জিত ১,০১১ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
এই সময়ে ব্যাংকটির একক (স্ট্যান্ডঅ্যালন) কর-পরবর্তী নিট মুনাফা ১,০৫৫ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা গত বছরের একই সময়ের ৮২৭ কোটি টাকার তুলনায় ২৮% বেশি। অর্থনীতি ও শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ সত্ত্বেও ব্র্যাক ব্যাংক ২০২৫ সালের প্রথম নয় মাসে ব্যালেন্স শিটে ইন্ডাস্ট্রি গড় প্রবৃদ্ধির চেয়ে লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। এই সময় গ্রাহক আমানত ২৯% এবং গ্রাহক ঋণ ১১% বৃদ্ধি পেয়েছে (বার্ষিক ভিত্তিতে)।
৩ নভেম্বর ২০২৫ ভার্চুয়ালি আয়োজিত আর্নিং ডিসক্লোজার অনুষ্ঠানে ব্যাংকটির ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ও পরিচালনগত পারফর্মেন্স প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত এই আয়োজনে দেশি-বিদেশি বাজার ও বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার এবং পুঁজিবাজার বিশেষজ্ঞসহ ব্যাংকের বিভিন্ন স্টেকহোল্ডাররা অংশ নেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটির আর্থিক ফলাফল, পরিচালনগত নৈপুণ্য ও শক্তিমত্তা তুলে ধরেন। এ সময় তাঁরা ব্যাংকটির ভবিষ্যৎ কৌশলগত কর্মপরিকল্পনা সম্পর্কেও আলোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
২০২৫ সালের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের উল্লেখযোগ্য অর্জনসমূহ:
★সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরে ৬.০৯ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৪.৩৭ টাকা।
★ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) বৃদ্ধি পেয়ে হয়েছে ৫১.৭৩ টাকা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে ছিল ৩৯.৩৮ টাকা।
★সমন্বিত মোট গ্রাহক আমানত (বার্ষিক) ২৮% বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর দাঁড়িয়েছে ৯৩,৭৭২ কোটি টাকায়, যা ব্যাংকটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশল ও গ্রাহক আস্থার প্রতিফলন।
★সমন্বিত রিটার্ন অন ইক্যুইটি (আরওই) এবং রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) যথাক্রমে ২২.৫৮% এবং ১.৭৭%।
★সমন্বিত মোট আয় ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় ৩৪% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে লক্ষণীয় সুদ আয়ের পাশাপাশি নন-ফান্ডেড আয়ের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
★
২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির খেলাপি ঋণের হার (এনপিএল) দাঁড়িয়েছে ৩.৫৬%, যা ২০২৪ সালের ডিসেম্বরের ছিল ২.৬৩%।
ব্র্যাক ব্যাংকের এমন আর্থিক সাফল্য নিয়ে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের এই সাফল্য গ্রাহক, সমাজ এবং দেশের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। গ্রাহক ও স্টেকহোল্ডারদের আস্থা ও বিশ্বাসকে সাথে নিয়ে আমরা উদ্ভাবন, ক্ষমতায়ন এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে অবদান রাখতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “ধারাবাহিক সাফল্য ও সুশাসনের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংক এখন গ্রাহকদের কাছে এক আস্থার নাম। কমপ্লায়েন্স ও মূল্যবোধভিত্তিক ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংক এখন রোল মডেল। এমন অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাদের চেয়ারপারসন ও পরিচালনা পর্ষদের প্রতি— তাঁদের কৌশলগত দিকনির্দেশনার জন্য, কেন্দ্রীয় ব্যাংকের প্রতি— তাঁদের ধারাবাহিক দিকনির্দেশনার জন্য এবং গ্রাহকদের প্রতি— তাঁদের অবিচল আস্থার জন্য।”
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
