× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট: রাজশাহী-দিনাজপুর অঞ্চলে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও

১২ নভেম্বর ২০২৫, ২০:১৪ পিএম

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৫ এ রাজশাহী-দিনাজপুর অঞ্চলের চ্যাম্পিয়নের মুকুট পরেছে ঠাকুরগাঁও জেলা নারী হকি দল। রোববার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রানার্সআপ রাজশাহীকে ৩-০ গোলে হারিয়েছে ঠাকুরগাঁও। 

গত ২ নভেম্বর থেকে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশন যৌথভাবে এ টুর্নামেন্ট শুরু করে। জেলা পর্যায়ের প্রতিভাবান নারী খেলোয়াড়দের বাছাই করে দেশের নারী হকিকে আরও উন্নত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর)-এর অংশ হিসেবে এ আয়োজনে অংশ নিয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, জয়পুরহাট, দিনাজপুর, রাজশাহী, ঠাকুরগাঁও ও রংপুর জেলা নারী হকি দল রাজশাহী-দিনাজপুর অঞ্চলের খেলায় অংশ নিয়েছে। প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলেছে। পরে এই অঞ্চলের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে শুরু থেকেই প্রেসিং হকি খেলেছে অঞ্চলের জেলাভিত্তিক চারটি ম্যাচই জিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করা ঠাকুরগাঁও জেলা নারী হকি দল। তবে আক্রমণে গেলেও প্রথম কোয়ার্টারে রাজশাহীর রক্ষণদেয়াল ভেদ করতে পারেনি তারা। দ্বিতীয় কোয়ার্টারে ঠাকুরগাঁও জেলা নারী হকি দলের পক্ষে গোলের খাতা খোলেন রিতু রানী সেন। পরে আরো একটি গোল দেন রিতু। অন্য গোলটি করেন একই দলের সদস্য রতি। রাজশাহী নারী হকি দল অনেক চেষ্টা করেও কোনো গোল পরিশোধ করতে পারেনি।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন ঠাকুরগাঁও জেলা দলের লিপা মোনালিসা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন একই দলের রাণী আক্তার রিয়ামনি।

রাজশাহী-দিনাজপুর অঞ্চলের খেলায় সর্বোচ্চ ৮টি গোল করে রাইজিং স্টার পুরস্কার পেয়েছেন ঠাকুরগাঁও জেলা নারী হকি দলের রেখা মনি। এই অঞ্চলের দলগুলোর মধ্যে সেরা গোলরক্ষক হওয়ার গৌরব লাভ করেন রাজশাহী জেলা নারী হকি দলের মহুয়া।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানিয়েছেন, এই টুর্নামেন্টটি দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে রাজশাহী-দিনাজপুর, ময়মনসিংহ, যশোর ও কুমিল্লা— এই চার অঞ্চলের ১৮টি জেলাভিত্তিক দলের মধ্যে প্রতিযোগিতা হবে। প্রতিটি অঞ্চল থেকে চ্যাম্পিয়ন দল দ্বিতীয় ধাপে অংশ নেবে। এই ধাপে বিকেএসপিও অংশ নেবে।

এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করা হয়।

ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর বলেন, “দেশের নারী হকির উন্নয়নে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমরা বেশ আনন্দিত। ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, নারীর সম্ভাবনা সীমাহীন। এই টুর্নামেন্টের মাধ্যমে তাঁদের অপরাজেয় শক্তি ও আত্মবিশ্বাস দেশের ক্রীড়ার অগ্রযাত্রাকে আলো দেখাবে।”

ব্র্যাক ব্যাংক দেশের নারী হকি উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ঘরোয়া পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ নারী খেলোয়াড়দের বিকাশ ও ক্ষমতায়নে ব্যাংকটি কাজ করে যেতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবেই চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত নারী হকি টুর্নামেন্টে ব্র্যাক ব্যাংক সহযোগিতা করেছিল। উক্ত টুর্নামেন্টে মোট ১১টি দল অংশ নেয় এবং বিকেএসপি চ্যাম্পিয়ন হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.