× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি করতে এভারকেয়ার হসপিটাল ঢাকার র‍্যালি আয়োজন

১৩ নভেম্বর ২০২৫, ১৯:২২ পিএম

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল ঢাকা, আজ (১৩ নভেম্বর) একটি সচেতনতামূলক র‌্যালির আয়োজন করেছে। ডায়াবেটিস প্রতিরোধে প্রাথমিক শনাক্তকরণ এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী এবং স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত র‌্যালিতে ডায়াবেটিসের ঝুঁকি ও তা নিরসনে স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্ব তুলে ধরা হয়। 

এবারের থিম ‘কর্মক্ষেত্রে ডায়াবেটিস’ কে কেন্দ্র করে আয়োজিত র‌্যালিতে – শিক্ষামূলক কার্যক্রম, পোস্টার প্রদর্শনী এবং ডায়াবেটোলজি ও এন্ডোক্রাইনোলজি বিভাগের বিশেষজ্ঞদের ইন্টার‌্যাক্টিভ কাউন্সিলিং সেশন অন্তর্ভুক্ত ছিল।

সেসময় উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার; এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ-এর গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ; এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ডায়াবেটোলজি ও এন্ডোক্রাইনোলজি বিভাগের কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসাল্টেন্ট প্রফেসর ডা. আব্দুল মান্নান সরকার; ডায়াবেটোলজি ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সিনিয়র কনসাল্টেন্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর ডা. আহসানুল হক আমিন; ডায়াবেটোলজি ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সিনিয়র কনসাল্টেন্ট ডা. নাজমুল ইসলাম; পেডিয়াট্রিক্স ও নিওনেটোলজি বিভাগের সিনিয়র কনসাল্টেন্ট ডা. ফাহ্‌মিদা জাবীন প্রমুখ। এ প্রসঙ্গে ডা. রত্নদ্বীপ চাস্কার বলেন, “এ র‌্যালির সফলতা প্রমাণ করে যে, মানুষ এখন ডায়াবেটিস সম্পর্কে আরও সচেতন এবং স্বাস্থ্যকর জীবনযাপনে আগ্রহ বাড়াচ্ছে। আমরা ভবিষ্যতেও এমন সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন অব্যাহত রাখবো।” 

ডা. আরিফ মাহমুদ বলেন, “এভারকেয়ার হসপিটাল ঢাকা সবসময় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও জনগণকে স্বাস্থ্যগত শিক্ষা প্রদানের চেষ্টা করে। এ ধরনের কমিউনিটি-ভিত্তিক আয়োজন আমাদের ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের মোকাবেলায় মানুষকে সহায়তা করার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে।” 

প্রফেসর ডা. আব্দুল মান্নান সরকার বলেন, “নিয়মিত স্ক্রিনিংই ডায়াবেটিস প্রতিরোধের প্রথম ধাপ। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে লাইফস্টাইল পরিবর্তন ও ওষুধের মাধ্যমে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখা এবং কিডনি রোগ, হৃদরোগ ও স্নায়ুজনিত জটিলতা প্রতিরোধ করাও সম্ভব।”

প্রফেসর ডা. আহসানুল হক আমিন বলেন, “কেবল রোগীর জন্য নয়, বরং পরিবার ও সমাজের সবার জন্যই ডায়াবেটিস নিয়ে সচেতন হওয়া জরুরি। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক অনুশীলন, মানসিক চাপ নিয়ন্ত্রণ ইত্যাদি ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।”

ডা. নাজমুল ইসলাম বলেন, “ডায়াবেটিস নিয়ন্ত্রণ একটি সমন্বিত প্রক্রিয়া। নিয়মিত চিকিৎসা পরামর্শের পাশাপাশি রোগীদের ওজন নিয়ন্ত্রণ, চিনি খাওয়া বর্জন বা সীমিত করা, রক্তে গ্লুকোজের পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা ইত্যাদি বিষয়ে বাড়তি নজর দেওয়া উচিৎ।

ডা. ফাহ্‌মিদা জাবীন বলেন, “পরিবর্তিত জীবনযাপন ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে শিশুদের মধ্যেও ডায়াবেটিসের প্রকোপ দেখা দিচ্ছে। নবজাতক, শিশু-কিশোরসহ যেকোন বয়সেই এখন ডায়াবেটিস হতে পারে। তাই বয়সভেদে এর লক্ষণ গুলো দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং অন্যদের সচেতন করা উচিৎ।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.