× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুরান ঢাকায় ২ দিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা

১৭ নভেম্বর ২০২৫, ১৯:৪৭ পিএম

পুরান ঢাকার বংশালে শুরু হলো দুই দিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা। গতকাল সোমবার থেকে শুরু হওয়া মেলাটি শেষ হবে আজ মঙ্গলবার। পুরান ঢাকার গ্রাহকদের হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মেলার প্রথম দিনেই প্লট এবং ফ্ল্যাট ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। 

বংশালের আল-রাজ্জাক হোটেলে মেলাটির উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের হেড অফ অপারেশন ও এসবিইউ হেড শওকত  আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি জেনালের ম্যানেজার (সেলস্) আলী বাহাদুর, সিনিয়র ম্যানেজার ( সেলস) হাসিবুল হক এবং ম্যানেজার তানভির জুবায়ের প্রমুখ।

আয়োজকরা বলছেন, মেলাটি উদ্বোধনের পরপরই সাধারণ মানুষ তাদের পছন্দের প্লট ও ফ্ল্যাট কেনার জন্য আসতে থাকেন। ফ্ল্যাটের পাশাপাশি এই মেলায় প্লটের প্রতি আলাদা আকর্ষণ ছিলো দর্শনার্থীদের। রূপায়ণের বিভিন্ন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট কেনার ব্যাপারে নানা তথ্য জানতে চেয়েছেন তারা। 

কর্মকর্তারা বলছেন, পুরাণ ঢাকার মানুষজন যাতে সহজেই রূপায়ণ গ্রুপের বিভিন্ন প্রকল্পের ফ্ল্যাট এবং প্লট সম্পর্কে জানতে পারে এবং পছন্দের প্লট-ফ্ল্যাট বুকিং দিতে পারে এ জন্যই মেলাটির আয়োজ করা হয়েছে। মেলার শেষদিনে দর্শনার্থী ও ক্রেতাদের সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তারা। 

মেলায় এসে আদি লেনের বাসিন্দা ফাহমিদা খানম নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন, প্লট-ফ্ল্যাটের অনেক মেলাগুলো গুলশান-বনানী বা নতুন ঢাকা কেন্দ্রিক হয়। আমাদের ইচ্ছা থাকলেও যেতে পারিনা। কিন্তু রূপায়ণ বংশালে এই মেলার আয়োজন করায় আমরা খুব আনন্দিত। পুরান ঢাকায় এ ধরণের মেলা বেশি বেশি আয়োজন করা প্রয়োজন। 

তিনি বলেন, মূলত আমার কয়েকজন কলিগ কিছু প্লট নিতে চাচ্ছি। এখনে বিভিন্ন প্রকল্পের প্লট সম্পর্কে জানলাম। সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.