শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার বিশিষ্ঠ ব্যবসায়ী মরহুম ফজলুল হক মোল্লার আজ ৯ম মৃত্যু বার্ষিকী। ২০১৬ সালের আজকের দিনে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি কাচিঁকাটা ইউনিয়ন, দুলারচর ৬ নং ওয়ার্ড। তিনি ঐতিহ্যবাহী মাধু মোল্যা পরিবারের মোড়ল নূরমোহাম্মদ মোল্যার বড় ছেলে । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৮২ বছর।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৯ নভেম্বর নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম কর্মজীবনে-সুদীর্ঘ ৩৩ বছর পুরাণ ঢাকা ইসলামপুরে কাপড় ব্যবসায়যুক্ত ছিলেন। মৃত্যুকালে ৫ ছেলে এবং ৪ মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন এবং অনুরাগী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় তার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার হতভাগ্য পরিবার।