× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ পাবেন প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য বিক্রেতারা

১৯ নভেম্বর ২০২৫, ১৯:৩৮ পিএম

প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য বিক্রেতাদের ঋণসুবিধা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য বিক্রেতারা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ উপভোগ করবেন।

এই চুক্তির ফলে এখন থেকে প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য বিক্রেতারা ব্র্যাক ব্যাংকের ইনস্ট্যান্ট ডিজিটাল লোন ‘সাফল্য’ নিতে পারবেন। এটি দেশের প্রথম এসএমই ডিজিটাল লোন প্রোগ্রাম। গ্রাহকরা ব্যাংকটির ‘সুবিধা’ অ্যাপ ব্যবহার করে কোনোপ্রকার ডকুমেন্টেশনের ঝামেলা বা ব্রাঞ্চে যাওয়া ছাড়াই এই ডিজিটাল ঋণসুবিধা নিতে পারবেন।

এই উদ্যোগের লক্ষ্য হলো, আনুষ্ঠানিক অর্থায়ন সুবিধার বাইরে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে দেশে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের প্রসার ঘটানো।

১৯ অক্টোবর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং প্রাণ-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী, সিপিএ। এ সময় উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই সহযোগিতা বাংলাদেশে এসএমই ফাইন্যান্সিংয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে। ‘সাফল্য’-এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের জন্য তাৎক্ষণিক, ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক ঋণসুবিধা নিশ্চিত করছে। প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে আমাদের এই উদ্যোগ হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীকে ক্ষমতায়ন করছে, যারা আমাদের অর্থনীতির মেরুদণ্ড।”

উজমা চৌধুরী বলেন, “বিক্রেতারাই প্রাণ-আরএফএল ইকোসিস্টেমের প্রাণ। ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব তাঁদের জন্য অর্থায়ন সুবিধা আরও দ্রুত ও সহজ করার মাধ্যমে তাঁদের ব্যবসায় সম্প্রসারণে ভূমিকা রাখবে, যা পুরো সাপ্লাই চেইনকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।”

এই উদ্যোগটি প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। এটি প্রাণ-আরএফএল গ্রুপের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.