× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আল্লাহ যাদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন: হাদিসের কথা

ডেস্ক রিপোর্ট।

২২ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

ছবি: সংগৃহীত।

মানুষের জীবনে এমন কিছু কাজ আছে, যেখানে আল্লাহ নিজেই সাহায্যের অঙ্গীকার করেছেন। কারণ এই কাজগুলো কেবল ব্যক্তিগত প্রচেষ্টা নয়, বরং ঈমান, আত্মসংযম ও সমাজকল্যাণের প্রতীক। রাসুলুল্লাহ (সা.) এমন তিন শ্রেণির মানুষের কথা আমাদের জানিয়েছেন। যাদের প্রতি আল্লাহ্র সাহায্য অবধারিত।

যা আমাদের শেখায়, যে মানুষ নেক উদ্দেশ্যে আন্তরিক পরিশ্রম করে, আল্লাহ্ কখনো তাকে একা ছেড়ে দেন না।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ ثَلاَثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمُ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ الْعَفَافَ ‏"‏ ‏.‏

আবূ হুরাইরা (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্ তাআলা তিন প্রকারের মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসাবে নির্ধারণ করেছেন। আল্লাহ্ তাআলার পথে জিহাদকারী, মুকাতাব গোলাম- যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে এবং বিবাহে আগ্রহী লোক- যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে চায়।’ (তিরমিজি, হাদিস : ১৬৫৫)

হাদিসের ব্যাখ্যা

(১) আল্লাহ্ এর পথে জিহাদকারী

হাদিসে “আল্লাহ্ তায়ালা আল্লাহর পথে জিহাদকারীকে সাহায্য করবেন”—এখানে লক্ষ্যণীয় যে ‘জিহাদ’ কেবল অস্ত্রের লড়াই নয়; ইসলামী শাস্ত্রে জিহাদ শব্দটি অনেক বিস্তৃত অর্থবহন করে।

‘ত্যাগ ও সংগ্রাম’ — নিজের নেক উদ্দেশ্যের জন্য বৈধ উপায়ে সংগ্রাম, আল্লাহর সনে অনুগত্যের জন্য শত্রুতা ও অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো, একই সঙ্গে নফসকে জয় করাও জিহাদের অন্তর্ভুক্ত।

ইচ্ছা ও নিয়ত: প্রথম শর্ত হচ্ছে নিয়ত খাঁটি হওয়া: লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। আর জিহাদের পথে চলতে হবে শরীয়তের সীমার মধ্যে থেকে। মনগড়া কোনো পথ ও উপায়ে জিহাদ গ্রহণযোগ্য নয়।

(২) মুকাতাব (চুক্তিভিত্তিক দাস) 

মুকাতাব হলো যে দাস স্বঅনুশীলনে বা চুক্তি করে নিজের মুক্তির পথ খুঁজে নেয়। সে চায় নিজের মুক্তির জন্য অর্থ পরিশোধ করতে। আর এজন্য সে সঠিক নিয়তে আন্তরিক প্রচেষ্ঠা অব্যাহত রাখে। এমন ব্যক্তিকে অর্থসহায়তা প্রদানের জন্য হাদিসে বর্ণিত আছে। এই হাদিসেও তাকে আল্লাহ্ সাহায্য করবেন বলে ঘোষনা করা হয়েছে।

এ হাদিসের মর্মার্থ শুধুমাত্র দাসত্বের ঐতিহাসিক প্রসঙ্গ নয়, বরং আজকের দুনিয়া যেখানে দাস প্রথাই বিলূপ্ত সেখানে এর উদ্দেশ্য হচ্ছে,  যে কোনো আর্থিক বঞ্চনা বা মুক্তির জন্য আন্তরিক প্রচেষ্টা চালানো ব্যক্তি। যাকে অপর মসুলিমদের সাহায্য করা উচিত। আবার এই হাদিসের আলোকে মহান আল্লাহও তাকে সাহায্য করবেন বলে আশা করা যায়।

(৩) বিবাহে আগ্রহী লোক (পবিত্র জীবন যাপন করার উদ্দ্যেশ্যে) 

বিবাহ ইসলামের মধ্যে ব্যক্তির নেকচলন ও নৈতিক স্থিতি রক্ষায় প্রধান উপায় হিসেবে বিবেচিত। হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি ‘বিবাহের মাধ্যমে পবিত্র জীবন’ইচ্ছে করে, আল্লাহ্ তাকে সাহায্য করেন। এখানে সাহায্য মনের নির্মলতা, রিজিকের সুব্যবস্থা, নিকটতম সফল দম্পতির সাক্ষাৎ করানো—সবই অন্তর্ভুক্ত।

উদ্দেশ্যের বিশুদ্ধতা: নারী/পুরুষকে বিবাহের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি ও শারীরিক-আধ্যাত্মিক পবিত্রতা রক্ষা করা হয়, তবে আল্লাহ তা সম্মান করেন।

সাহায্যের রূপ: ভাল জীবনের জন্য উপযুক্ত জীবনসঙ্গী, আল্লাহর বরকত, এবং দাম্পত্য জীবনে স্থিতি-সবই আল্লাহর দেয়া অনুদান হিসেবে দেখা যাবে। আধুনিক পরিপ্রেক্ষিতে সমাজ যদি কপটতা কমায় এবং সহায়তা দেয় (উপহার-ব্যয় সীমিত করা, খরচ ভাগ করা, মধ্যস্থতা) তাহলে আল্লাহর সহায়তা দ্রুত এসে পড়ে।

একত্রে হাদিসটির মৌলিক শিক্ষা

নৈতিক উদ্দেশ্য ও আইনি-সদাচরণে আন্তরিক প্রচেষ্টা করলে আল্লাহ্ সাহায্য করেন।

যে তিন ধরণের মানুষের কথা বলা হয়েছে—তাঁরা প্রত্যেকে আল্লাহর দৃষ্টিতে এমন ব্যক্তি, যাঁরা নিজেদের দুর্বলতা রাখে না বরং শক্তির জন্য চেষ্টা করে; আল্লাহ্ এই সচেষ্টদের সাথে সাহায্যের প্রতিশ্রুতি রেখেছেন। আর হাদিসের আরেকটি সূক্ষ্ম দিক হলো—এই সাহায্য কেবল ব্যক্তিগত নয়; সমাজকেও এগিয়ে এসে সাহায্য করতে বলা আছে। নবীজির যুগে এ ছিল দাস মুক্ত করা, যৌথভাবে কিস্তিতে সাহায্য করা, কিংবা বিয়ে উৎসাহিত করা—আজও আমাদের দায়িত্ব একটাই: যারা নিজের উন্নতির চেষ্টা করছে তাদের জন্য সহজ উপায় সৃষ্টি করা।

এই হাদিস আমাদের স্মরণ করায়—আল্লাহ কেবল শর্তহীন সাহায্য করেন না; তিনি সেই সাহায্য দেন যাদের অন্তরে সৎ ইচ্ছে ও বাহ্যিক কর্মপ্রয়াস মিলিত। জিহাদ (আল্লাহর পথে সংগ্রাম), মুক্তির জন্য নিজের শ্রম ও অর্থের প্রয়াস (মুকাতাব), ও বিবাহের মাধ্যমে পবিত্রতা বজায় রাখার আকাঙ্ক্ষা—এসবই এমন কর্ম, যেখানে মানুষ নিজেকে রূপান্তর করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে; আল্লাহ্ তাদেরকে এক বিশেষ সামর্থ্য, পথপ্রদর্শন ও সুকৃতি দান করে। হাদিসটি শুধুমাত্র ব্যক্তিগত অনুপ্রেরণা নয়—এটি আমাদেরকে সামাজিক দায়িত্বও স্মরণ করায়: যারা চেষ্টা করছে, তাদের সাহায্য করুন—কারণ আল্লাহ্ নিজেও সেই চেষ্টা করা লোককে সাহায্য করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.