× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-১৭

নির্বাচনে অংশ নিচ্ছেন এনসিপির প্রার্থী রেজায়ে রাব্বি জায়েদ

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৫, ১৮:২১ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর আলোচিত ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন তরুণ রাজনৈতিক নেতা মো. রেজায়ে রাব্বি জায়েদ। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

রেজায়ে রাব্বি জায়েদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্র ও তরুণদের অধিকার নিয়ে কাজ করছেন। গত বৃহস্পতিবার তিনি এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। এ সময় এনসিপি নেতারা তাকে স্বাগত জানান এবং নির্বাচনী প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা দেন।

তরুণ নেতৃত্ব হিসেবে রেজায়ে রাব্বি জায়েদ রাজনীতিতে নতুন প্রজন্মের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছেন। তিনি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

অন্যদিকে, এ আসনে আন্দালিব রহমান পার্থ বহুদিন ধরে সক্রিয় রাজনীতি করে আসছেন এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.