. নিয়োগ পেলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও
বিশ্বের ৭৭টি দেশে মার্কেটার, অ্যাডভার্টাইজিং এজেন্সি ও মিডিয়া সংস্থার প্রতিনিধিত্বকারী অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের (আইএএ) গ্লোবাল বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন সাজিদ মাহবুব, এমসিআইএম। মর্যাদাপূর্ণ এ নিয়োগের পাশাপাশি, তিনি এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করবেন।
মার্কেটিং, কমিউনিকেশন ও ব্র্যান্ড লিডারশিপের ক্ষেত্রে প্রায় দুই দশকের অভিজ্ঞতা নিয়ে সাজিদ বর্তমানে এশিয়া মার্কেটিং ফেডারেশনের চিফ মার্কেটিং অ্যান্ড ডিজিটাল অফিসার এবং ওয়ার্ল্ড মার্কেটিং কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ট্র্যাটেজিক ব্র্যান্ড লিডারশিপ, এই খাতের বিকাশ ও সহযোগিতায় তার সুদীর্ঘ কর্মজীবন বিস্তৃত; যা তাকে আধুনিক মার্কেটিংয়ের ক্ষেত্রে এ অঞ্চলের একজন উদীয়মান নেতৃত্ব হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে।
ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। প্রতিষ্ঠানটি বৈশ্বিকভাবে নৈতিক অনুশীলন, সৃজনশীলতার বিকাশ ও বাজার প্রবৃদ্ধিকে উৎসাহিত করার মাধ্যমে মার্কেটিং ও কমিউনিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্লোবাল বোর্ডে সাজিদের নির্বাচিত হওয়া বাংলাদেশ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য একটি অনন্য মাইলফলক, যা কমিউনিকেশন ও অ্যাডভার্টাইজিংয়ে এই অঞ্চলের প্রভাবকে বিশ্বজুড়ে আরও সুদৃঢ় করবে।
এ বিষয়ে সাজিদ বলেন, “এটি কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি এশিয়ার পক্ষে থেকে গ্লোবাল কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি ও রেসপনসিবল মার্কেটিংয়ে অবদান রাখার সুযোগ। এই জার্নিতে যারা আমার ওপর ভরসা করেছেন, বিশেষ করে, ডাগমারা স্জুলস, ফ্রেড ও আমার মেন্টর শরিফুল ইসলামের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ। উদ্যম, সহযোগিতা ও দৃঢ় উদ্দেশ্য সহ আমার অঞ্চলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত।”
আশা করা যাচ্ছে, তার এই নিয়োগ আঞ্চলিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে, এই খাতের সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং বিজ্ঞাপনের বিশ্বমঞ্চে এশিয়া প্যাসিফিকের প্রতিনিধিত্বকে আরও জোরদার করবে; যা সহযোগিতা, উদ্ভাবন ও পেশাগত শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।