দেশের ঐতিহ্যকে আধুনিক প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরতে এবং তরুণ উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ব্র্যাক ব্যাংক আয়োজন করেছে ‘ঐতিহ্যের হাট ২০২৫’।
গ্লোবাল অন্ট্রপ্রেনরশিপ উইকের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ইভেন্টের আয়োজন করা হয়, যেখানে এক মঞ্চে প্রদর্শিত হয়েছিল বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য, সংস্কৃতি, পণ্য ও খাবারের অনন্য বৈচিত্র্যতা।
সাংস্কৃতিক ঐতিহ্য কীভাবে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে পারে, এ বছরের থিম ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’-এর মাধ্যমে সেটিই তুলে ধরা হয়েছে।
দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ড্যাফোডিল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্ট্রপ্রেনরশিপ ডিপার্টমেন্টের ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায়। ইভেন্টে গ্রাম-বাংলার পণ্য, হ্যান্ডিক্রাফট, আঞ্চলিক খাবার ও লোকজ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের ব্র্যান্ডিং প্রজেক্ট ও স্টার্টআপ আইডিয়াগুলোও তুলে ধরা হয়েছে। আয়োজনে প্রায় ৫,০০০ শিক্ষার্থী উদ্যোগ, ব্র্যান্ডিং, মার্কেটিং, গ্রাহক সম্পৃক্ততা ও ব্যবসায়িক কার্যক্রমের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছে, যা দেশে নতুন ব্যবসায় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে সংস্লিষ্টরা।
২৩ নভেম্বর ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল, ট্রেজারার ড. হামিদুল হক খান এবং ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস জাকিরুল ইসলাম এবং হেড অব এসএমই বিজনেস সাপোর্ট মো. মহসিনুর রহমান। এছাড়াও আয়োজনে অংশগ্রহণ করেন ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থী, শিল্প নেতৃবৃন্দ, ও তরুণ উদ্যোক্তারা।
২০২২ সালে শুরু হওয়া ‘ঐতিহ্যের হাট’ বর্তমানে বিশ্ববিদ্যালয়টির একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট, যা কালচারাল ব্র্যান্ডিং ও তরুণ উদ্যোক্তাদের সহায়তায় একটি উল্লেখযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ বছরের আয়োজনে প্রায় ৭০,০০০ শিক্ষার্থী, অ্যালামনাই, উদ্যোক্তা এবং দর্শনার্থী অংশগ্রহণ করেছে। এই ইভেন্ট গ্রামীণ কারুশিল্পী ও যুব-নেতৃত্বাধীন উদ্যোগগুলোর মধ্যে অর্থপূর্ণ সংযোগ তৈরি করতে ভূমিকা রেখেছে, যা কারুশিল্পের মার্কেট তৈরি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশে সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেছে।
তরুণ-কেন্দ্রিক উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তা করে আসছে। ঐতিহ্যের হাট স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনাকে তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা তরুণদের উদ্যোক্তা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাঁদের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।”
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে ব্র্যাক ব্যাংক নতুন প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এবং বাংলাদেশে উদ্ভাবন, সাংস্কৃতিক ঐতিহ্য ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
