× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডে সম্মাননা পেলেন চার প্রতিষ্ঠান ও তিন ব্যক্তি

৩০ নভেম্বর ২০২৫, ১৯:১১ পিএম

২৯ নভেম্বর শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস ২০২৫। দেশের আইসিটি খাতে অসামান্য অবদান রাখার জন্য তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয় এই আয়োজনের দশম আসরে।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে অগমেডিক্স বাংলাদেশ ‘আইসিটি সল্যুশন প্রোভাইডার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে, দারাজ বাংলাদেশ লিমিটেড ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে, প্রগতি সিস্টেমস লিমিটেডের টালিখাতা ছোট ব্যবসার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকার জন্য ‘আইসিটি স্টার্ট-আপ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এবং ডিজিটাল অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঠাও ‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে সম্মাননা লাভ করে।

ফুডপান্ডা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড কো-ফাউন্ডার আমবারীন রেজা আইসিটি ওম্যান অব দ্য ইয়ার, বিকাশ-এর ফাউন্ডার অ্যান্ড সিইও কামাল কাদীর আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার এবং বিডিজবস ডটকম-এর সিইও এ.কে.এম. ফাহিম মাশরুর আইসিটি পাইওনিয়ার সম্মাননা লাভ করেন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্র্যাক ব্যাংকের আইসিটি খাতে প্রতিশ্রুতির মূল প্রতিপাদ্য হলো, ব্র্যাক ব্যাংক দৃঢ়ভাবে বিশ্বাস করে, অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তিই একটি জাতিকে অপ্রতিরোধ্য করে তোলে। এই বিশ্বাস থেকেই আমরা আইসিটি কোম্পানিগুলোর সঙ্গে আমাদের সহযোগিতা আরও সম্প্রসারিত করছি। আইসিটি উদ্যোক্তাদের প্রয়োজনীয় ব্যাংকিং সল্যুশন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব বা ডিজিটাল ব্যবসা-উপযোগী অর্থায়ন সুবিধা— সবকিছুতেই আমাদের বার্তা একটিই: আমরা আপনাদের সক্ষমতায় বিশ্বাস করি এবং আমরা আপনাদের পাশে আছি।”

এক দশকের পথচলায় এবারের আসরে সেসব উদ্যোক্তাদের সম্মাননা জানানো হয়েছে, যারা স্মার্ট ও ডিজিটালি-সক্ষম বাংলাদেশের রূপকল্পকে সামনে এগিয়ে নিতে অবদান রাখছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.