× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুয়াডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

০১ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে জেলা সদরের আলুকদিয়ায় প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান ২০১ জন কৃষকের মাঝে মোট ২ কোটি ৫৩ লাখ টাকা কৃষি বিনিয়োগ বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। কৃষকদের আর্থিক সহায়তা ও বিনিয়োগ সেবা আরও সহজ করতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। কৃষক যাতে সময়মতো প্রয়োজনীয় অর্থ সহায়তা পান এবং উৎপাদন বৃদ্ধি হয় সে লক্ষ্যেই আমাদের কৃষি বিনিয়োগ কর্মসূচি পরিচালিত হচ্ছে। টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে কৃষিখাতে বিনিয়োগ বাড়ানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোলায়মান আল রাজী, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ জেসমিন আরা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মুঃ শরিফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা কৃষকদের হাতে বিনিয়োগের কাগজপত্র তুলে দেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময়ই গ্রাহকদের চাহিদা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান করে থাকে। কৃষির মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়ানো, আধুনিক ও শরীয়াহ্সম্মত ব্যাংকিং সেবা সরবরাহ এবং প্রযুক্তিনির্ভর সহজতর লেনদেন ব্যবস্থার মাধ্যমে আগামীতেও ব্যাংক দেশজুড়ে কৃষক ও সাধারণ গ্রাহকদের সেবায় আরও নিবেদিতভাবে কাজ করে যাবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.