পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের (জেএইচআরএমএল) পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডকে (জেএসএইচএল) প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
আজ (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানিটি। এর আগে গতকাল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, তারা তাদের সহযোগী প্রতিষ্ঠান জেএসএইচএলে সম্প্রতি অতিরিক্ত ১০ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা বিনিয়োগ করেছে। এতে প্রতিষ্ঠানটিতে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩১ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা। এতে প্রতিষ্ঠানটির মোট মালিকানার ৫০ শতাংশের বেশি জেএমআই হসপিটালের দখলে চলে আসে।
সভায় সিদ্ধান্ত হয়, এই সহযোগী প্রতিষ্ঠানটিতে নতুন করে আর কোনো বিনিয়োগ করা হবে না। এ ছাড়া, তালিকাভুক্ত কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগ ৫০ শতাংশের নিচে নামাবে। এর ফলে জেএমআই স্পেশালাইজড হাসপাতাল থেকে এটি অ্যাসোসিয়েট কোম্পানিতে রূপান্তরিত হবে। তবে কোম্পানিটি প্রতিষ্ঠানের ওপর উল্লেখযোগ্য প্রভাব বজায় রাখবে বলে জানানো হয়েছে।
কোম্পানিটি আরও জানায়, জেএমআই স্পেশালাইজড হাসপাতাল পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর কার্যক্রম সম্পন্ন হলে এটি আরও বড় পরিসরে পরিচালিত হবে এবং ভবিষ্যতে মূলধন সংগ্রহের নতুন সুযোগ সৃষ্টি হবে।