সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে “শেখ মুজিবের মূর্তি পাহারায় আনসার নিয়োগ” শীর্ষক প্রতিবেদনটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ধামরাই পৌর কার্যালয়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালের নিরাপত্তায় দুইজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ ধরনের ভিত্তিহীন মনগড়া প্রতিবেদন প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আনসার বাহিনী কর্তৃক কখনোই কোন পৌরসভায় বিচ্ছিন্নভাবে আনসার সদস্য মোতায়েন করা হয়নি।
বস্তুত, সেখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুইজন ব্যক্তি আনসার বাহিনীর কোনো সদস্য নন এবং তারা কখনোই আনসার বাহিনীর পোশাক পরিধান করে দায়িত্ব পালন করেননি। বিগত সরকারের সময় পৌর কর্তৃপক্ষের মাধ্যমে মাসিক জনপ্রতি ১০,০০০/- (দশ হাজার) টাকার চুক্তিতে দুইজন বেসরকারি সিকিউরিটি সদস্য নিয়োগ দেওয়া হয়েছিলো। উক্ত নিয়োগের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো ধরণের সংশ্লিষ্টতা নেই।
উল্লেখ্য, এর পূর্বেও রাজধানীর মাতুয়াইল জরুরি শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের বিভিন্ন অনিয়ম সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদনে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত সিকিউরিটি কর্মীদের পোশাক অঙ্গীভূত আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।
এই ধরনের মিথ্যা, বানোয়াট ও অতি সংবেদনশীল প্রতিবেদন বাহিনীর প্রতি সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে। যার ফলে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি দেশের মানুষের মধ্যে বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। দেশের সর্ববৃহৎ পেশাদার বাহিনীকে জড়িয়ে এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ সদস্যদের মনোবল ক্ষুণ্ণ করার পাশাপাশি তাদের সার্বিক দায়িত্ব পালনেও বিরূপ প্রভাব ফেলতে পারে।
অতএব, দেশের সকল গণমাধ্যমকর্মী ও সচেতন মহলকে এই ধরণের সংবেদনশীল সংবাদ প্রকাশের পূর্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তার ( মোবাইলঃ ০১৭৩০-০৩৮০৩০) সাথে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।