× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন কনফারেন্স ও সীরাহ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত

১০ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৫ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ০৯ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়ায় অনুষ্ঠিত হয়েছে “এনএসইউ কোরআন কনফারেন্স অ্যান্ড সীরাহ এক্সিবিশন ২০২৫” ।

গ্র্যান্ড কনফারেন্সে আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ; ইসলামিক স্কলার ও হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারী; বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক; জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার উপদেষ্টা এবং ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার মো. সাইফুল ইসলাম; এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক ও ইসলামিক স্কলার অধ্যাপক মোখতার আহমেদ।

কোরআন কনফারেন্স ও সীরাহ প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার; এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী; বোর্ড অব ট্রাস্টিজের আজীবন প্রতিষ্ঠাতা সদস্য জনাব এম এ কাশেম; বোর্ড অব ট্রাস্টিজের আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ; জনাব মোহাম্মদ শাহজাহান; সদস্য মিসেস ইয়াছমিন কামাল; সদস্য মিসেস রেহানা রহমান; এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান; এবং এনএসইউ’র বোর্ড অফ ট্রাস্টিজ-এর আন্তর্জাতিক উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের সেল বায়োলজি ও মলিকুলার জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হক।

জনাব এম এ কাশেম বলেন, “আজকের এই আয়োজনে আমরা অভিভূত। আমি প্রশংসা করি আমাদের ছাত্রদের, শিক্ষকদের, ভাইস চ্যান্সেলর, বোর্ড অব ট্রাস্টিজ এবং সকল কর্মকর্তা কর্মচারিদেরকে। ৩২ বছরে প্রথম এই রকম একটি আয়োজন হয়েছে যেখানে আমরা মুসলমান সেটার প্রকাশ করতে পেরেছি।”

মুফতি মোহাম্মদ আবদুল মালেক বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনের পথ অনুসরণ করা জরুরি। তিনি বলেন, অন্ধকার থেকে আলোতে ফিরে আসতে হলে জীবনের প্রতিটি বাধা দূর করতে পবিত্র কোরআনের দিকনির্দেশনাই সবচেয়ে বড় সহায়ক।


মাওলানা আবুল বাশার মো. সাইফুল ইসলাম বলেন, পবিত্র কোরআন জীবন গঠনের গ্রন্থ। নিয়মিত কোরআন পড়া ও এর শিক্ষা অনুসরণ করা প্রয়োজন। কোরআন শুধু ব্যক্তিগত উন্নতির কথাই বলে না, বরং জাতি গঠনের জন্যও স্পষ্ট নির্দেশনা দেয়।


অধ্যাপক মোখতার আহমেদ বলেন, মানুষের জীবন বদলে দেওয়ার সর্বোচ্চ শক্তি পবিত্র কোরআনের মধ্যেই নিহিত। তিনি বলেন, সৃষ্টিকর্তা আমাদের দুইটি গ্রন্থ দিয়েছেন—একটি খোলা, আরেকটি বন্ধ। খোলা গ্রন্থ হলো বিশ্বজগৎ, আর বন্ধ গ্রন্থ হলো পবিত্র কোরআন। এই গ্রন্থ পাঠ করলে জ্ঞানের নতুন দুয়ার উন্মোচিত হয়।


ড. মিজানুর রহমান আজহারী বলেন, ইসলাম একটি জ্ঞানভিত্তিক ধর্ম। ইসলামের নির্দেশনা সহজ ও জীবনঘনিষ্ঠ; কিন্তু আমরা অনেক সময় সেটিকে কঠিন করে ফেলি। তিনি আরও বলেন, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সহাবস্থান এবং সর্বত্র মধ্যমপন্থা অনুসরণের শিক্ষা দেয়।

শায়খ আহমদুল্লাহ এনএসইউ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ধর্মীয় জ্ঞান শুধু আত্মিক উন্নতির জন্য নয়, বরং সঠিক জীবনবোধ ও নৈতিক আচরণ গঠনের জন্যও জরুরি। যুব সমাজ যদি কোরআন ও সুন্নাহর আলোকে জীবনকে সাজায়, তবে তারা নিজেদের পাশাপাশি সমাজ ও দেশকেও সঠিক পথে এগিয়ে নিতে পারবে।


জনাব আজিজ আল কায়সার বলেন, “আজকে স্কলাররা ইসলাম নিয়ে যে কথা গুলো বলেছেন তা আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে । এই কথাগুলো আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মাধ্যমে এসেছে এবং আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করব। আমাদের এখানে বিভিন্ন ধর্মের লোকজন আছে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সকল ধর্মকে শ্রদ্ধা ও সম্মানের সাথে দেখা হয়।”

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “এই কনফারেন্স আমাদের শিক্ষার্থীদের প্রিয় নবীর জীবনের যাত্রা সম্পর্কে ধারণা দিয়েছে। তার জীবন আমাদের শেখায় যে মানুষ কেবল পার্থিব জীবন অর্জনের জন্য পৃথিবীতে আসে নি; আমরা এখানে এসেছি আমাদের জ্ঞান ও শিক্ষাকে অন্যদের কাছে পৌঁছে দিতে এবং দয়া, উদারতা ও নম্রতা প্রদর্শন করতে। ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম যা আমাদের দয়াবান ও নম্র হতে শেখায়।”


একই দিনে এনএসইউ কেন্দ্রীয় অডিটোরিয়ামে “মুসলিমাহ’স চ্যালেঞ্জেস ইন দ্য মডার্ণ ইরা” (Muslimahs’ Challenges in the Modern Era) শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগের দিন (০৮ ডিসেম্বর ২০২৫) এনএসইউতে লাইভ ক্যালিগ্রাফি, বইয়ের স্টল ও মেহেদি শিল্পের আয়োজন করা হয়। সীরাহ প্রদর্শনী ৮ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এনএসইউ এক্সিবিশন হলে চলবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.