× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিম আর নেই

১১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯ পিএম

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি- এর কর্ণধার এবং কোহিনূর কেমিক্যালস-এর পরিচালক মো. এবাদুল করিম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুতে দেশের শিল্প-বাণিজ্য জগতে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং দেশের অন্যতম বৃহৎ সাবান ও প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যালস কো. (বিডি) লিমিটেড-এর পরিচালক।

পারিবারিক সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তার জানাজার নামাজ আজ বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। 

তার মৃত্যুতে দেশের ব্যবসায়িক ও শিল্পমহল গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.