× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন স্থানে আরও বড় পরিসরে কিশোরগঞ্জ এসএমই/কৃষি ব্রাঞ্চ উদ্বোধন করলো ব্র্যাক ব্যাংক

১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

গ্রাহকদের আরও উন্নত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা উপহার দিতে নতুন স্থানে আরও বড় পরিসরে কিশোরগঞ্জর এসএমই/কৃষি ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।  কিশোরগঞ্জ পৌরসভার শাহাব উদ্দিন মসজিদ রোডের হোসেন্দী ট্রেড সেন্টারে অবস্থিত এই নতুন ব্রাঞ্চে গ্রাহকদের জন্য থাকছে সব আধুনিক সুযোগ-সুবিধা, যা উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিতে ভূমিকা রাখবে।

১১ নভেম্বর ২০২৫ ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এই ব্রাঞ্চটি উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (উত্তর) এ.কে.এম. তারেক, হেড অব স্মল, কটেজ অ্যান্ড মাইক্রো বিজনেস নজরুল ইসলাম, রিজিওনাল হেড তানভির আহমেদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে ব্রাঞ্চটি স্থানান্তর করেছে ব্র্যাক ব্যাংক, যা আধুনিক অবকাঠামো ও সুবিধাজনক ব্যাংকিং সেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে ডিজিটাল ব্যাংকিং সেবার পাশাপাশি দেশব্যাপী ফিজিক্যাল ব্যাংকিং চ্যানেল নেটওয়ার্ক বিস্তৃত করছে ব্র্যাক ব্যাংক। বর্তমানে ব্যাংকটির ৩০৫টি ব্রাঞ্চ এবং সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে, যা দেশের সর্বাধিক বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.