× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুটেক্সের ভর্তি পরীক্ষায় যোগ্যপ্রার্থীর তালিকা প্রকাশ

আলভী আহমেদ, বুটেক্স প্রতিনিধি

২২ ডিসেম্বর ২০২৫, ১৫:০৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। 

এবারের ভর্তি পরীক্ষার জন্য মোট আবেদন জমা পরেছিল ১৫ হাজার পাঁচশত ৫৮ টি। এর মধ্য থেকে ১৪ হাজার ১৯ জন শিক্ষার্থী৷ চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের করতে পারবেন। বুটেক্সের মোট ৬৩০ টি আসনের জন্য এবার আসন প্রতি লড়বেন ২৩ জন পরীক্ষার্থী। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীদের এক হাজার দুইশো টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহের তারিখ ২৩ হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, বুটেক্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি। মোট ২০০ নম্বরের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজিতে ২০ নম্বর থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.