এসিআই ফর্মুলেশনস পিএলসি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ দৌলা।
অনুষ্ঠানে ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালকমণ্ডলীর প্রতিবেদন পেশ করা হলে তা শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্তটিও চূড়ান্ত করা হয়।
সভায় এসিআই ফর্মুলেশনস-এর ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি ও উল্লেখযোগ্য সাফল্যগুলো তুলে ধরেন। তিনি শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রতিষ্ঠানের প্রতি তাঁদের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও শ্রমের প্রশংসা করে সকলকে ধন্যবাদ জানান।
ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন এবং কোম্পানির ভবিষ্যৎ সমৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এসিআই ফর্মুলেশনস তাদের মানসম্মত পণ্য ও সেবার মাধ্যমে বাজারে অবস্থান আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।