× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীপ্ত টিভিতে আসছে নতুন মেগা ধারাবাহিক ‘পরম্পরা’

২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঢাকার টেলিভিশন অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে দীপ্ত টিভি আসছে তাদের নতুন মেগা ধারাবাহিক ‘পরম্পরা’ নিয়ে। এই উপলক্ষে ২৯ ডিসেম্বর দীপ্ত টিভির প্রাঙ্গণে আয়োজন করা হয় সিরিয়ালটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে ধারাবাহিকটির গল্প, নির্মাণ প্রক্রিয়া ও সম্প্রচার পরিকল্পনা তুলে ধরা হয়।

পারিবারিক মূল্যবোধ, প্রজন্মের মধ্যকার দ্বন্দ্ব এবং ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত ‘পরম্পরা’ আগামী ৩ জানুয়ারি থেকে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে। একই সঙ্গে দর্শকরা দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও ধারাবাহিকটি দেখতে পারবেন।

গল্পের কেন্দ্রীয় চরিত্র নাহিয়ান। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ দীর্ঘদিন পর ঢাকায় ফিরে এসে একেবারে ভিন্ন সামাজিক ও পারিবারিক বাস্তবতার মুখোমুখি হয়। আধুনিক জীবনধারা ও চিন্তাভাবনার সঙ্গে যৌথ পরিবারের ঐতিহ্যগত মূল্যবোধের সংঘাত থেকেই শুরু হয় নানা টানাপোড়েন। একই ছাদের নিচে তিন প্রজন্মের মানুষদের ভালোবাসা, মতবিরোধ, মানিয়ে নেওয়ার চেষ্টা ও সম্পর্কের গভীরতা ধীরে ধীরে গল্পকে নিয়ে যায় আবেগঘন নানা বাঁকে। ব্যক্তিগত স্বপ্ন ও অনুভূতির দ্বন্দ্বের মাঝেই গল্পটি তুলে ধরে এই উপলব্ধি—সময় ও সমাজ বদলালেও সম্পর্কের বন্ধন অটুট থাকে।

মেগা ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। ধারাবাহিকটির লাইন প্রডিউসারের দায়িত্বে রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক, হেড অব ডিজিটাল মোহাম্মদ আবু নাসিম, এজিএম মারিয়াম হক, লেখক আহমেদ খান হীরকসহ ধারাবাহিকটির কলাকুশলী ও দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানজুড়ে নতুন এই মেগা সিরিয়াল ঘিরে দর্শকদের প্রত্যাশা ও আগ্রহের কথাও উঠে আসে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.