মুন্সিগঞ্জ থানা। ফাইল ছবি
মুন্সিগঞ্জের চর আব্দুল্লাহ বালু মহলে ড্রেজারে হামলা ও লুটপাটের অভিযোগে ৫৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গত শনিবার (২৮ মে) সকালে মুন্সিগঞ্জের চর আব্দুল্লাহ বালু মহল ইজারা নিয়ে বালু উত্তোলনের সময় মা এন্টারপ্রাইজ ড্রেজারে কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবহান সরকার শুভার নেতৃত্বে চার-পাঁচটি ট্রলার যোগে দেশীয় অস্ত্রশস্র ও লোহার রোড, চাপাতি, ককটেল নিয়ে মা এন্টারপ্রাইজ ড্রেজারে ককটেল ফাটিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ড্রেজারের স্টাফদের মারধর করে ড্রেজারে থাকা নগত এক লাখ ৩৬ হাজার টাকা, পাঁচ ব্যারেল তেল মুল্য ৮০ হাজার টাকা ছয়টি স্মাটফোন মূল্য এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় এবং পেট্রোল দিয়ে ড্রেজারের ইঞ্জিন জ্বালিয়ে দেয় হামলাকারীরা। বালু উত্তোলন করলে প্রতিদিন দুই লাখ টাকা চাঁদা দিতে হবে দাবি করে ড্রেজার স্টাফদের হুমকি দেয় হামলাকারীরা।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর হোগলা গ্রামের জালাল মাতবরের ছেলে আবু সাইদ (২৮) মা এন্টার প্রাইজ ড্রেজারের স্টাফ বাদী হয়ে গত রোববার (২৯ মে) মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানায় ৫৮ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করে। মামলা নং ৭২। বিবাদীরা হলো মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের রেহান উদ্দিন সরকারের ছেলে ইউপি চেয়ারম্যান সোবহান সরকার শুভা (৪২), বাদল সরকার ( ৪৬), নুরু ছৈয়ালের ছেলে মহন ছৈয়াল (৪৮), তির মিয়ার ছেলে করিম ছৈয়াল, (৪০), গুলজারের ছেলে আয়ুব আলী (৪৭), সামছুল হক ছৈয়ালের ছেলে শামিম ছৈয়াল (৪০), সায়েদ মিজির ছেলে শামিম মিজি (৩০), সোবহান সরকারের ছেলে রাসেল সরকার (৩০) ও রাজিব সরকার (২৮), রাজ্জাক আলীর ছেলে হযরত আলী (৩২), লতিফ ভূইয়ার ছেলে শাহজাহান ভূইয়া (৪৩), মো. আলী কসাইয়ের ছেলে ফরহাদ ( ২৭), কালা শেখের ছেলে হেদায়েদ উল্লাহ (৩২), কালা বেপারীর ছেলে রহিম বেপারী (২৫), নুরু সরকারের ছেলে কাইয়ুম সরকার (২৮), লনি সরকারের ছেলে সিফাত সরকার (২৭), সোহরাব সরকারের ছেলে রহিম সরকার (৩২), রুপ মিয়ার ছেলে শাহীন খালাসি (৩৬), বোরহান খালাসি (৫৫), ও হাসান মোরশেদ আহাদ (৫০), কাদির ঢালির ছেলে এনায়েত উল্লাহ (৫০), আসলাম বেপারীর ছেলে সুজন (৩২), মো. চোরা হেলালের ছেলে নুর ইসলাম কালাই (৩৫),সরাফত মেম্বারের ছেলে হেলালাল বেপারী (৪২), বজ মিয়ার ছেলে কামরুজ্জামান (৪৩); মুন্সীগঞ্জের কালীরচর গ্রামের আমিন উদ্দিনের ছেলে বাদশাহ (৪০), হাসমতের ছেলে সবুজ (২৭), মোফাজ্জাল সরকারের ছেলে মোয়াজ্জেম ( ৪১), আইন্না চোরার ছেলে কাদির বেপারী (৩১), রশিদ প্রধানের ছেলে শাহআলম (৩৫), জুলহাস চোরার ছেলে জীবন (২২), মারফত আলীর ছেলে বাবলু (২৭), নয়া মাঝির ছেলে দুখাই দুইক্ষা (৩১), সিরাজের ছেলে বাতেন (৩৫), আরশাদ (৪৫) পিতা অঞ্জাত, ছানা গাজীর ছেলে ফরিদ কাল (৩৫), রাজ্জাক মিজির ছেলে মমিন মিজি (৩৮), মনু মল্লিকের ছেলে মিস্টার মল্লিক (৩৫), বাচ্ছু খালাসীর ছেলে আওলাদ ( ৪৩); মতলব উত্তর উপজেলার নাছিরার কান্দি গ্রামের হোসেন খালাসীর ছেলে জুম্মন (৩০), হেসেনের ছেলে কালা বেপারী (৩৫), শাহজাহান বেপারীর ছেলে নসু বেপারী (৪৫), জুহুরুল হকের ছেলে শরিফ (২৫), শাহবাজের ছেলে তুহিন (৩০); নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কিশোরগঞ্জ গ্রামের ছাক্তারের ছেলে হারুন (৪৫) ও আওলাদ (৩৮), ফজলুল হকের ছেলে রফিকুল ইসলাম ( ৪৬), আলমছের ছেলে বাবু (২৫), আমিনের র ছেলে রিমন (২৪), মতলব উত্তরের বাহাদুরপুর গ্রামের নান্নু কবিরাজের ছেলে আলমগীর (২৮), মতি খালাসীর ছেলে নান্নু (৪৮) সামছুর ছেলে জুয়েল কবিরাজ (২৮), বাচ্চু প্রধানের ছেলে সাব্বির ২৭ ও রাব্বি (২৫); মোহনপুরের হালিম খালাসী (৪০), পিতা অজ্ঞাত, ও আবদুল মান্নানের ছেলে আক্তার খালাসী (৪৫)। ওই আসামিরা প্রতিদিন দুই লাখ টাকা চাঁদা দিতে হবে দাবি করে মা এন্টারপ্রাইজ ড্রেজার স্টাফদের হুমকি প্রদর্শন করে চলে যায় বলে মামলার বাদী আবু সাইদ জানান।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh