× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাষ্ট্রপতির সঙ্গে বিকল্পধারার সংলাপ আজ

০২ জানুয়ারি ২০২২, ০৩:৫২ এএম

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপের অংশ হিসেবে এবার ডাক পেয়েছে অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন দল বিকল্পধারা। আগামী ২ জানুয়ারি দলটি সংলাপে অংশ নেবে। শুক্রবার (৩১ জানুয়ারি) বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান আলোচনার অংশ হিসেবে বিকল্পধারা বাংলাদেশ আগামী ২ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে সংলাপে বসছে।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। অন্য সদস্যরা হলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী, মাজহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী, সাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, যুগ্ম মহাসচিব এনায়েত কবির।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.