× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার জন্য ভিয়েতনামকে আহ্বান

১২ জানুয়ারি ২০২২, ২২:৫৬ পিএম

রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহায়তা করার জন্য আসিয়ান ও ভিয়েতনামকে আরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (১২ জানুয়ারি) ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সানের সঙ্গে এক টেলিফোন আলাপে আব্দুল মোমেন এই আহ্বান জানান।

নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পরে আব্দুল মোমেন ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গাদের দুর্দশা এবং বাংলাদেশের উপর সৃষ্ট চাপের বিষয়ে জানান।

এ কে আব্দুল মোমেন আশংকা প্রকাশ করেন যে, মিয়ানমারের অধিবাসী রোহিঙ্গারা হতাশ হয়ে পড়ছে এবং তারা উগ্রবাদ, আন্তরাষ্ট্রীয় অপরাধ, মানবপাচার, মাদক চোরাচালান ইত্যাদি কাজে জড়িয়ে পড়ছে।

মিয়ানমারের সঙ্গে ভিয়েতনামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমারের উপর প্রভাব খাটানোর অনুরোধ জানান।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.