× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : হানিফ

০৯ ডিসেম্বর ২০২১, ১১:৪৩ এএম । আপডেটঃ ০৯ ডিসেম্বর ২০২১, ২৩:২২ পিএম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, কয়েদি খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। তিনি আজ দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটার  স্টেডিয়ামে আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আনোয়ার  হোসেন খাঁন এমপি, লক্ষ্মীপুর  পৌরসভার নবনির্বাচিত মেয়র  মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন। 

মাহাবুব উল আলম হানিফ বলেন, সাজাপ্রাপ্ত কয়েদির দন্ড স্থগিত করে বিদেশে পাঠানোর কোন সুযোগ নেই। তা আমাদের দেশ কিংবা পৃথিবীর  কোন  দেশই পারমিট করে না। কারণ অন্যদেশে এদেশের আইন ওই কয়েদির ওপর কার্যকর করা সম্ভব নয়। খালেদা জিয়াও কয়েদি, এজন্য তাকে বিদেশে পাঠানোর সুযোগ  নেই। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.