× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি ২৬ বছর আমাদের অন্ধকারে রেখেছিল: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২২, ০৮:৩৩ এএম

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকসাইরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর ও গৃহ প্রবেশ উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, ‘বিএনপি সবসময় পরনির্ভরশীল। বিএনপির নেতারা কথায় কথায় বিদেশি দূতাবাসে চলে যান। পাকিস্তানের মতো হুঙ্কার দেন। তাদের ষড়যন্ত্র যদি সফল হয়, এ দেশকে তারা বিরান ভূমিতে পরিণত করবে।’

আইনমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ চালু হয়েছে। বিএনপি ২৬ বছর আমাদের অন্ধকারে রেখেছিল। আবারও অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র যেন না করতে পারে এই বিষয়ে সজাগ থাকবেন।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘সারা বিশ্বে একটা হাহাকার পড়ে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আমরা হাহাকারে পড়তে চাই না। আমাদের যখন মাটি আছে, আমাদের হাত আছে, আমরা ফসল ফলাতে পারবো এবং সেই ফসল আমরা খাবো।’’ আমরা কারও ওপর নির্ভরশীল হবো না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘কথায় কথায় তিনি বলেন আমরা নাকি নাকি দেশ ধ্বংস করে ফেলেছি। গরিব মানুষকে গৃহ দেওয়া যদি দেশ ধ্বংস করা হয়, তাহলে তাদের কাছে হতে পারে, আমাদের কাছে নয়।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.