× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বোদা ও দেবীগঞ্জে পাঠানো হলো নির্বাচনী সরসরঞ্জাম

পঞ্চগড় প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২২, ০৭:২৪ এএম

৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জের ৩টি ইউপিতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।  আজ বিকেলে দেবীগঞ্জ উপজেলা ও বোদা উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সকল সরঞ্জাম তুলে দেন উপজেলা নির্বাচন অফিসারেরা। এসময় প্রিজাইডিং অফিসারগণ সকল সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিজ নিজ ভোট কেন্দ্রে নিয়ে যায়।

পঞ্চগড়ের দুই উপজেলার ৩টি ইউনিয়নের ২৭টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে সকল নির্বাচনী সরসরঞ্জাম।

পঞ্চগড় জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়ন ও দেবীডুবা ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। আর এই তিন ইউনিয়নের ২৭টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।

আর এই ৩ ইউনিয়নে মোট ৪৪ হাজার ৫১০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এর মধ্যে বোদা উপজেলায় একটি ইউপিতে ১৪ হাজার ৭৫৯ জন ও দেবীগঞ্জ উপজেলার দুটি ইউপিতে ২৯ হাজার ৭৫১ জন ভোটার। আর দেবীগঞ্জের ২ ইউপিতে ১৫ জন ও বোদার এক ইউপিতে ৩সহ মোট ১৮ জন চেয়ারম্যান প্রতিদ্বন্দীতা করছেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.