× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে: আওয়ামী লীগ নেতাদের হুঁশিয়ারি

১১ জানুয়ারি ২০২৩, ০৮:১৩ এএম

আগামী নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের উন্নয়নকে  বিএনপি যদি বাঁধাগ্রস্ত করতে চায় এবং দেশের মধ্যে কোনো নাশকতা করে তাহলে রাজপথে দাঁত ভাঙা জবাব দেওয়া হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ নেতারা।

বুধবার বিএনপির গণঅবস্থানে কেন্দ্র করে  নাশকতা করতে পারে এমন দাবি করে তাদেরকে প্রতিহত করতে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ  আওয়ামী লীগের  কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে আলোচনা এসব কথা বলেন দলের নেতারা। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান তার বলেন, বাংলাদেশে কোনো অপশক্তির জায়গা হবে না। বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই, তাদেরকে প্রত্যাখান করেছে।  বিএনপি হলো সাম্প্রদায়িক অপশক্তি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ১৯৭১ সালে ১০ জানুয়ারি বীরের ভেসে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসার পরেই স্বাধীনতার পূর্ণতা পায়। বঙ্গবন্ধু যখন দেশে ফিরে দেশ পূর্ণগঠনে কাজ শুরু করছিল তখন তাকে হত্যা করা হয়। 

তিনি বলেন, যারা স্বাধীনতাকে নিয়ে শেখ হাসিনার উন্নয়নকে নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে পঞ্চম বারের মত শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে  নির্বাচিত করবো।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন,  সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চেষ্টা করছে বিএনপি। তারা অনির্বাচিত সরকার চায়।

আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই,দেশের  জনগণ তাদের সাথে নেই। দেশের মধ্যে কোনো নাশকতা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া এসময় উপস্থিত ছিলেন  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য  আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম,  যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও  প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপপ্রচার সম্পাদক আব্দুল আওয়াল শামীমসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমুখ।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.