× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুম-খুনের বিচার এদেশে মাটিতেই হবে : ফুটবলার আমিনুল

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২৩, ০৮:৩৭ এএম

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, এই অবৈধ সরকার নিজেদের ক্ষমতার টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা, নির্যাতন করছে। মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে বিএনপি'র লাখো  নেতা-কর্মীকে ঘরছাড়া করেছে। হাজার হাজার নেতাকর্মীদের কারাগারে নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই দিনের পরিবর্তন হবেই। সেদিন এসব নির্যাতনের হিসেব কড়ায়-কণ্ডায় নেয়া হবে। জনতার আদালতে সেই বিচার করা হবে। 

বুধবার পল্লবী-রুপনগর এলাকায় বিগত দিনে গুমের শিকার পল্লবী থানা যুবদলের সাবেক  সাধারণ সম্পাদক নুরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারা এবং গত ৭ ডিসেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেনের পরিবারকে রোজা ও ঈদ সামগ্রী উপহার দেওয়ার সময়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এর উপহার সামগ্রী দেওয়া হয়। 

আমিনুল হক বলেন, নির্যাতন করে, মানুষের মৌলিক অধিকার হরণ করে কেউ কোনদিন ক্ষমতায় থাকতে পারে না। এই অবৈধ স্বৈরাচার সরকারও পারবে না।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। এই চলমান আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই আন্দোলনের  জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।

এ সময় রূপনগর পল্লবী এলাকার স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.