× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুষ্ঠু নির্বাচনের জন‌্য সংলাপ চায় জাপা

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই ২০২৩, ১৮:২৩ পিএম

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহ‌যো‌গিতা চে‌য়ে‌ছে সংস‌দের বিরোধী দল জাতীয় পা‌র্টি (জাপা)। ঢাকা সফ‌রে আসা ইইউ'র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠ‌কে জাপা ব‌লে‌ছে, রাজনৈতিক দলগুলোর ম‌ধ্যে সংলাপ দরকার।

শনিবার গুলশানে বৈঠক শেষে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ চায় নিরপেক্ষ নির্বাচন। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এজন্য সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রয়োজন। 

তিনি জানান, নির্বাচন নি‌য়ে কথা হ‌লেও বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়‌নি।

বৈঠকে আরও ছিলেন, জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং তার বি‌শেষ দূত মাশরুর মওলা। মাশরুর মওলা সমকাল‌কে বলে‌ন, ইইউ প্রতি‌নি‌ধিরা জা‌নি‌য়ে‌ছেন আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ কর‌তে তারা পর্যবেক্ষক পাঠা‌বেন। ইইউ'র এই অবস্থান‌কে জাপা স্বাগত জা‌নি‌য়ে‌ছে।

তিনি ব‌লে‌ন, ইইউ প্রতি‌নি‌ধিরা জা‌নেন বিগত নির্বাচনে কী হ‌য়ে‌ছে। তারা তা মু‌খে না বল‌লেও বৈঠ‌কে ম‌নোভা‌বে বু‌ঝি‌য়ে‌ছেন। নির্বাচনকালীন সরকার কেমন হ‌বে তা নি‌য়ে কথা হয়‌নি বৈঠ‌কে। ‌কীভা‌বে নির্বাচন‌কে অবাধ ও সুষ্ঠ‌ু করা যায় তা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। 

মাশরুর মওলা ব‌লেন, ইইউ প্রতিনি‌ধিরা জান‌তে চে‌য়ে‌ছেন জাপা আগামী নির্বাচ‌নে কীভা‌বে অংশ নে‌বে? জোট কর‌বে না‌কি এককভা‌বে ভোট কর‌বে? জাপা জা‌নি‌য়ে‌ছে, এককভা‌বে নির্বাচ‌নে অংশ নেওয়ার প্রস্তু‌তি চল‌ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.