× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদকের হাত থেকে দেশকে বাঁচাতে হবে: গোলাম মসীহ্

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই ২০২৩, ২০:২৪ পিএম

জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদুত গোলাম মসীহ্ বলেছেন, সর্বনাশা মাদক এখন শহর-বন্দর গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। এই সর্বনাশা মাদকের ছোবলে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ধাবিত হচ্ছে। তারা নেশাগ্রস্ত হয়ে বিপদগামী হচ্ছে। 

তিনি বলেন, মাদকের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসাবে মাদকমুক্ত পরিবেশে শিক্ষিত ও বসবাসের ব্যবস্থা করতে হবে। 

রোববার (২৩ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

গোলাম মসীহ্ বলেন, নেশা করতে করতে শিক্ষার দিকে ধাবিত না হয়ে নিজের সুন্দর জীবন গড়ার পরিবর্তে অজান্তেই চলে যাচ্ছে অবক্ষয়ের দিকে। মাদকের ব্যবহার ক্রমন্বয়ে বেড়েই চলেছে। দেশের বাইরে থেকে স্রোতের মতো অবৈধভাবে মাদক আসছে দেশে। আসছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, মদ ও আফিম। 

তিনি জানান, মাদকের সয়লাব হয়ে গেল দেশ। ডানে-বামে, সামনে-পিছনে শুধু মাদক আর মাদক।

গোলাম মসীহ্ আরও বলেন, দেশে যেভাবে মাদকের সয়লাব হয়ে গেছে, সরকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাদকমুক্ত করার জন্য কাজ করতে হবে। 

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ কর্মকর্তাদের কর্মতৎপরতা বাড়াতে হবে। তাদের চিহ্নিত করতে হবে কোন পথে কিভাবে এই মাদক আসে সেই পথে যেন কোনভাবে মাদক না আসতে পারে, সেজন্য শক্ত অবস্থানে থাকতে হবে। 

রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদুত গোলাম মসীহ্ বলেন, মাদক এখন শুধুমাত্র ব্যক্তিগত সমস্যা নয়, সারাদেশের মানুষের সমস্যা। মাদকের গডফাদারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মাদক নির্মূলে শুধু সরকারই নয় দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.