রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সোমবারের শান্তি সমাবেশ বাতিল ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। তবে শান্তি সমাবেশের পরিবর্তে ওই দিন থানায়-থানায় বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।
রোববার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, পুরোনো বাণিজ্যমেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায়-থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। সেটা আজ রোববার ও আগামীকাল সোমবার হবে।
প্রসঙ্গত, সোমবার সারাদেশে জনসমাবেশ করার কর্মসূচি দিয়েছে বিএনপি। দলটির এই কর্মসূচি ঘোষণার পর রোববার রাতে ঢাকায় শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ।
এর আগে, শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলন করে রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণার ঘণ্টা দুয়েক পরে বিএনপি সোমবার দেশের সব জেলা ও মহানগরে জনসমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়।
বিএনপির কর্মসূচি ঘোষণার সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা রোববার কর্মসূচি ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি, আগামীকাল (রোববার) আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না আমরা। যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিচ্ছি।