× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইসিইউতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৩, ১৪:৫২ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের স্বাস্থ্যের অবনতি হওয়ায় বঙ্গবন্ধু মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছে। 

গতকাল সোমবার (২০ নভেম্বর) মধ্যরাতে তাকে আইসিইউতে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সালাউদ্দিন আহমেদের শ্বাসকষ্ট শুরু হলে বেলা ১১টার দিকে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

কিছুদিন আগে কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন সালাউদ্দিন আহমেদ। গ্রেফতার হওয়ার আগে তার শরীরে চারটি রিং বসানো হয়। দলীয় সূত্রে জানা গেছে এ তথ্য।

গত ৩ আগস্ট আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে সালাউদ্দিন আহমেদকে আটক করে গোয়েন্দা পুলিশ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.