পাবনার ঈশ্বরদীতে শচীন বিশ্বাস সাজু (২২) নামের এক ছাত্রদল কর্মী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে পাকশী ইউনিয়নের চররূপপুর (জিগাতলা) উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শচীন নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বিলাত বিশ্বাসের ছেলে ও স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের কর্মী।
ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, শচীন হোসেন সাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, "শচীন স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রদলের কোনো কমিটি না থাকায় কর্মী হিসেবে দলের দায়িত্ব পালন করতেন।"
স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে চররূপপুর উত্তরপাড়া (জিগাতলা) মসজিদের পাশে অবস্থিত এক বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক বনভোজনে শচীন অংশ নেন। বনভোজনে উপস্থিতরা যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত তখন শচীন মোবাইলে কথা বলতে বলতে রাস্তার ওপর আসেন। সাথে সাথেই দুর্বৃত্তরা তাকে চাকু দিয়ে আঘাত ও মাথায় গুলি কওরে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।
শচীনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়, সেখানেই তার মৃত্যু হয়। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মালেকুল আফতাব ভূঁইয়া গণমাধ্যমকে জানান, "আহত শচীন বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা শেষে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। মাথার খুলির একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। শুনেছি পাবনা হাসপাতালে তার মৃত্যু হয়েছে।"