× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে আনার দাবি দুলু'র

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

১১ আগস্ট ২০২৪, ২০:১০ পিএম

ছবিঃ আতিকুল হক লিটন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে।কোটা আন্দোলনে সাধারন শিক্ষার্থীদের গুলি করে হত্যার জন্য আওয়ামীলীগ দল নিষিদ্ধ করার দাবী করেন।
বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনসহ গত সাড়ে ১৭ বছরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের নেতাকর্মীরা নাটোরসহ সারা দেশে যত হত্যা খুন ধর্ষন রাহাজানী করেছে সব গুলো তদন্ত করে সকল অপরাধীর বিচার করতে হবে। একই সময়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে তারা হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। অবিলম্বে তিনি আটক সকল নেতাকর্মীর মুক্তি ও তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান।
দুলু আরো বলেন, নাটোরের মাটিতে তার আমলে কোন সন্ত্রাস চাঁদাবাজী হয়নি এখনো তিনি নলডাঙ্গার মাটিতে কোন হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজী করতে দেওয়া হবে না।তিনি নেতকর্মীদের শান্ত থাকার আহবান জানান। রোববার বিকাল ৪টার দিকে নাটোরের নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, দুলুর সহধর্মীনি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা শফিফুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি হাফিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক  জাকির হোসেন,পৌর বিএনপির সাবেক সভাপতি আব্বাছ আলী নান্ন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.