× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আ.লীগ

সৈয়দপুরে মির্জা ফখরুল

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি। 

১৩ আগস্ট ২০২৪, ১৭:৩৯ পিএম

ছবিঃ সাইফুল ইসলাম

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার(১৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুরের স্মৃতি অম্লান চত্তরে পথ সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যারা আজকে দ্বায়িত্ব নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বে তারা নিরপেক্ষ মানুষ। তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এ মুক্তিকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ আবার যড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের বাহিরে গিয়ে চক্রান্ত করে এ বিপ্লবকে ধ্বংস করতে চায়। সবাইকে সজাগ থাকতে হবে। তারা আবার হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে অভিযোগ তুলে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। 

তিনি আরও বলেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। জিয়াউর রহমানের আদর্শে জাতীয়তাবাদী দল করি। তিনি পরিস্কার করেন এখানে কোন ধর্মের দ্বন্দ্ব থাকবে না। এখানে সব নাগরিক হিন্দু,মুসলমান,বৌদ্ধ-খ্রিস্টান কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের নয়। সকলকে একসাথে এদেশের জন্য কাজ করতে হবে।

এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সমস্ত প্রতিহিংসার বাহিরে থেকে শান্তিময় বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন যে সরকার তারা অন্তর্বতীকালীন সরকার। তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরী করবে। আর এ নির্বাচনে রাজনৈতিক দল গুলো প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে।এছাড়াও তিনি বলেন, কোথাও কেউ যেন জবরদখল করতে না যায় সেটা দেখা আপনাদের দ্বায়িত্ব। সৈয়দপুরবাসী সবসময় লড়াকু বিধায় আওয়ামী লীগের ভয়াবহ চক্রান্তের কাছে মাথা নত করে নাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.