কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে জামতলা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহবায়ক আবু হাসান সোহেল মনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী মুস্তফা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহেদ রানা। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী নিজাম,আলাউদ্দীন মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মোখলেচুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্ত, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন বাবু, উপজেলা কৃষক দলের আহবায়ক আবুল কাশেম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু প্রমুখ।
র্যালী ও আলোচনাসভায় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক দল ও উপজেলার ১০ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।