বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যা মামলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ আফজল সহ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ২অক্টোবর সকাল ১০টার দিকে নিজ নিজ বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তাড়াইল উপজেলার আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাছুম।
র্যাব জানায়, গত ৪ আগস্ট শহরের খরমপট্টি এলাকায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ আফজাল সহ অন্যান্য সহযোগীরা দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তল সহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার মিছিলের উপর হামলা করে। এক পর্যায় বাদী মতিউর রহমান দৌড়ে গিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম টিটুর বাড়িতে আশ্রয় নিলে আসামীপক্ষ পেট্রোল দিয়ে আগুন জালিয়ে বাড়িতে থাকা জুলফিকার হোসাইন (৩৮), অঞ্জনা(২৮) কে আগুনে পুড়িয়া মারা হয়।
এ বিষয় গত ৩০ আগস্ট মো. মতিউর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানার একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২২/৩৬৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামিরা উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।