× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের সব থানায় ডিসেম্বরের মধ্যেই কমিটি দেবে জাতীয় নাগরিক কমিটি

ডেস্ক রিপোর্ট

১৭ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক কমিটি সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।

আজ (১৭ নভেম্বর) সকালে নাগরিক কমিটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী মাসের মধ্যেই বাংলাদেশের সকল থানায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠিত হবে। নতুন বাংলাদেশ তৈরির জন্য সবাই প্রস্তুত হোন। বাংলাদেশ পুনর্গঠন করুন।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, ডিসেম্বরের মধ্যে দেশের সবকটি বিভাগে থানা পর্যায়ে কমিটি গঠনের কাজ শেষ করা হবে।

এর আগে, গত নভেম্বর জাতীয় নাগরিক কমিটিথানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনাবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে। এতে বলা হয়, সব কমিটিতে কমপক্ষে ২৫ শতাংশ নারী প্রতিনিধি থাকবেন। কমিটির প্রতিনিধিদের মধ্যে থাকবেন শহীদ পরিবারের সদস্য অভ্যুত্থানে আহত হওয়া ব্যক্তিরা ( শতাংশ), সংখ্যালঘু প্রতিনিধি থাকবেন শতাংশ। কৃষক-শ্রমিক প্রতিনিধি থাকবেন শতাংশ। ছাড়া এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্বও থাকবে কমিটিতে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ গঠনের লক্ষ্য নিয়ে সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.