× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবি পার্টি জনগণের রাজনীতি করে- ব্যারিস্টার ফুয়াদ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

১৭ নভেম্বর ২০২৪, ১৭:৫৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, রংপুর অঞ্চলকে শষ্যভান্ডার বলা হয়ে থাকে। এই শষ্য ভান্ডারের চাল ও সবজি খেয়ে আমরা বেঁচে আছি। অথচ কৃষকরা ভালো নাই কেন? কারন উৎপাদনে যে খরচ হয়, সেই খরচ উঠে না সিন্ডিকেটের কারনে। এজন্য অনেকেই চাষাবাদ বাদ দিয়ে ঢাকায় রিক্সা চালায়। আমরা এই সরকারকে বলেছি, তারা আমাদের কথা শুনেছে। এবারে ধান ৩৩ টাকায় এবং চাল ৪৭ টাকায় কিনবে। এতে কৃষকরা লাভবান হবেন। কৃষকদের কাছে ভোট চাওয়া হয়, কিন্তু তাদের অধিকার নিয়ে কথা হয় না। আমরা তাদের নিয়ে কথা বলতে চাই। আমাদের রাজনীতি জনগণকে নিয়ে।

আজ (১৭ ন‌ভেম্বর) বেলা ১১ টায় রংপুর নগরীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মিট দ্যা প্রেস এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সরকার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি পরিবর্তন হয় নাই। সব জায়গায় চাঁদাবাজদের তালিকা পরিবর্তন হয়েছে। তোমরা আমরা ভাই-ভাই, ভাগাভাগি করে চাঁদাবাজি হচ্ছে। রাজনীতির ছত্রছায়ায় হাট-ঘাট, ফুটপাতসহ দখল হয়েছে। এই যে দখল দখল খেলা এটা কোন রাজনীতি না। রাজনীতির পরিবর্তন হওয়া দরকার। জনগণের রাজনীতি করা দরকার সকলকে। 

ঢাকার পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনকারীদের প্রতিবন্ধী ছাত্রলীগ বলে অভিহিত করে এবি পার্টি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পঙ্গু হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা একজন বিদেশী এ্যাম্বাসেডর নিয়ে রোগি দেখতে গিয়েছিলেন। সেখানে তারা স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করবেন না বলে রাস্তায় শুয়ে পরলেন। সেই প্রতিবন্ধীরাই বিকেল বেলা হুইল চেয়ারে রাস্তা অবরোধ করে বললেন, স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের আসতে হবে, আমাদের মধ্যথেকে ‍উপদেষ্টা নিয়োগ করতে হবে এবং আমাদের দাবী দাওয়া মেনে নিতে হবে। আমরা পার্সোনালী, বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর নিয়েছি, এই প্রতিবন্ধী ছেলেরা হচ্ছে ছাত্রলীগের ক্যাডার। যারা আহত হয়েছে সত্য। ছাত্রলীগেরও অনেক ছেলে গুন্ডামী করতে গিয়ে আহত হয়েছে। কেউ গুলিবিদ্ধ হয়েছে। এই ছাত্রলীগের ক্যাডার প্রতিবন্ধীরাই আওয়ামী প্রতিবন্ধী লীগ হয়ে হাজির হয়েছে। তবে নাগরিক হিসেবে তারা চিকিৎসা পাবে এবং তাদের বিচারও করতে হবে।

তিনি আরো বলেন, পচাত্তর প্লাস স্যাপোডাইস ফেস করতে হয়েছে এই অন্তবর্তিকালীন সরকারকে। প্রশাসনের অরাজকতা চলছে, ডিসিরা মারামারি করছে সচিবলায়ে।এরকম ঘটনা ৫৩ বছরেও আমরা দেখি নাই।

নির্বাচন ও অন্তবর্তিকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার হচ্ছে, তাদের সময় দেয়া দরকার। শান্ত পরিবেশে তাদের কাজ সম্পাদন করতে দেয়া দরকার। এক্ষেত্রে জনগণের থেকে সিদ্ধান্ত নিতে হবে। জনগণ কি চায়, ভোট না সংস্কার। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে।

মিট দ্যা প্রেসে তিনি বাংলাদেশের নানা অসংগতি ও তিস্তা মহা পরিকল্পনা, ভ্যাট ট্যাক্স,জনতার রাস্ট্র, চিনি শিল্প,পাট শিল্প,জন দূর্ভগ,নির্বাচনের দিনক্ষন ইত্যাদি বিষয়ে কথা বলেন।

আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) রংপুর মহানগর আয়োজিত মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য টুটুল, ব্যারিস্টার সানি  আইনজীবী ও এ বি পার্টির মহানগর সমন্বয়ক আব্দুর রউফ, সদস্য সচিব মাহমুদ, কোতোয়ালীর সদস্য সচিব মোস্তাফিজ রন্জু, সদস্য রেজওয়ানুল বারী রিজুসহ রংপুর জেলা ও মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.