বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন এক নির্বাচন। এই নির্বাচন হবে দেশের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২০ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আবার তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাই এই নির্বাচন হবে কঠিন থেকে কঠিনতর।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে রংপুর ও বরিশালে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের কর্মী হিসেবে সবচেয়ে বড় পুঁজি হল জনগণের আস্থা, বিশ্বাস ও ভালবাসা। যারা ১৫ বছর জোর করে ক্ষমতায় টিকে ছিল তারা এখন নেই, তার কারণ হলো তারা জনগণের আস্থা বিশ্বাস ভালবাসা হারিয়েছে। যার কারনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরো বলেন, দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে মিলে সরকার গঠন করলে সবাই সবার অধিকারের কথা বলতে পারবে। গণতন্ত্র আরো মজবুত হবে। বিএনপির প্রতি মানুষের যে আস্থা আছে তা ধরে রাখতে হবে, এটি ধরে রাখতে সবাইকে চেষ্টা করতে হবে। নিজেদের মধ্যে কোনভাবে কোন্দলে জড়ানো যাবে না। এজন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিগত সময়ের মতো মানুষের পাশে দাঁড়াতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা ধরে রাখতে হবে। ঘরে-ঘরে দলের ৩১ দফা পৌঁছে দিতে হবে। এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এতে গণতান্ত্রিক অনেক রাজনৈতিক দলের মতামত রয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সকল ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণের সমর্থন ছাড়া কোনোভাবেই ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।